লন্ডন: হইচই ফেলে দিয়েছেন মার্কেতা ভন্দ্রুসোভা (Marketa Vondrousova)। টেনিসের ওপেন যুগে প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে অবাছাই হয়েও জিতে নিয়েছেন গ্র্যান্ড স্ল্যাম। অনস জ়াবেরকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনে (Wimbledon) চ্যাম্পিয়ন হয়েছেন। অথচ তাঁর কীর্তি গড়ার মুহূর্ত একটুর জন্য দেখাই হচ্ছিল না স্বামী স্তেপান সিমেকের। তাঁকে বাড়িতে বেড়ালের দেখাশোনা করতে হচ্ছিল যে!
চেক প্রজাতন্ত্রের তারকা ভন্দ্রুসোভার পোষা বেড়াল রয়েছে। তিনি যখন উইম্বলডন খেলতে ইংল্যান্ডে পাড়ি দেন, স্তেপানকে বাড়িতে থেকে যেতে হয়েছিল। বেড়ালের দেখাশোনা করতে হবে বলে। তবে ভন্দ্রুসোভা ফাইনালে ওঠার পর তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। ইতিহাসের সাক্ষী হতে।
সেমিফাইনাল পর্যন্ত ভন্দ্রুসোভার ম্যাচ দেখাই হয়নি স্তেপানের। তবে স্ত্রী ফাইনালে ওঠার পর তিনি বিলেত সফরে বেরিয়ে পড়েন। ভন্দ্রুসোভা নিজেই সেই কথা জানান। সেমিফাইনালে জেতার পর বলেছিলেন, 'ও আমার বোনের সঙ্গে আসছে। বেড়াল দেখাশোনার জন্য একজনকে পাওয়া গিয়েছে।'
কোর্টে ম্যাচ চলাকালীন ভন্দ্রুসোভার আর একটা ব্যাপার নজর কেড়ে নিয়েছে সকলের। তাঁর শরীরে ট্যাটুর সমাহার। কোনও ট্যাটুতে প্রজাপতি। কোনওটায় পাখি। ভন্দ্রুসোভার কোচ বাজি লড়েছিলেন, উইম্বলডনে ছাত্রী চ্যাম্পিয়ন হলে তিনিও ট্যাটু করাবেন। সেই বাজি হেরে অবশ্য খুশি ভন্দ্রুসোভার কোচ। ট্যাটুও করাবেন তিনি।
অনস জ়াবেরকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রুসোভা (Marketa Vondrousova)। যিনি টুর্নামেন্ট শুরু করেছিলেন অবাছাই হিসাবে। ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
স্লাইস, স্পিন, ড্রপ শট - সব অস্ত্রই প্রয়োগ করেন ভন্দ্রুসোভা। ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতেছেন তিনি। গতবারের ফাইনালে এলিনা রাইবাকিনার বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জ়াবের। এবার অনেকেই তাঁর জয় দেখার জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু ভন্দ্রুসোভাই শেষ হাসি হাসলেন।
ম্যাচ হেরে হতাশ জ়াবের। বলেছেন, 'আমার কেরিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক হার।'
দুজনের সামনেই ছিল ইতিহাস তৈরির হাতছানি। জ়াবেরের সামনে হাতছানি ছিল আরব ও আফ্রিকার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আর ভন্দ্রুসোভার সামনে ছিল টেনিসের ওপেন যুগে প্রথম মহিলা অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের।
শেষ পর্যন্ত জ়াবের পারেননি। তাঁকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভন্দ্রুসোভা। আজ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে জ়াবেরকে ৬–৪, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ভন্দ্রুসোভা।
আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন