গোল্ড কোস্ট: এবারের কমনওয়েলথ গেমসে ২৬টি সোনা এবং ২০টি করে রুপো ও ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে শেষ করল ভারত। শেষদিন এল সাতটি পদক। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে পিভি সিন্ধুকে হারিয়ে সোনা পেলেন সাইনা নেহওয়াল। ২০১০ সালে নয়াদিল্লি কমনওয়েলথ গেমসের পর ফের এই প্রতিযোগিতায় সোনা পেলেন সাইনা। আজ এই একটিই সোনা পেল ভারত। রুপো অবশ্য এসেছে চারটি এবং দু’টি ব্রোঞ্জ।
আজ সিন্ধু ছাড়াও ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে রুপো পেয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় কিদম্বী শ্রীকান্ত। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে হেরে রুপো পেয়েছে সাত্বিক রণকিরেড্ডি-চিরাগ চন্দ্রশেখর রেড্ডি জুটি। স্কোয়াশ থেকেও একটি রুপো এসেছে। মহিলাদের ডাবলসের ফাইনালে হেরে গিয়েছে দীপিকা পাল্লিকল-জোসানা চিনাপ্পা জুটি। টেবল টেনিস থেকে আজ এসেছে দু’টি ব্রোঞ্জ। মিক্সড ডাবলসে মৌমা দাস ও অচিন্ত্য শরৎ কমলকে হারিয়ে ব্রোঞ্জ পান মনিকা বাত্রা ও সতিয়ান জ্ঞানশেখরন। এরপর সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন শরৎ কমল।
কমনওয়েলথ গেমসের ইতিহাসে এবার ভারত তৃতীয় সর্বোচ্চ পদক পেল। ২০০২ সালে ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে ৩০টি সোনা সহ ৬৯টি পদক পেয়েছিল ভারত। সেবার ভারত ছিল চতুর্থ স্থানে। ২০১০ সালে নয়াদিল্লিতে এসেছিল ৩৮টি সোনা সহ ১০১টি পদক। সেবার ভারত শেষ করেছিল দ্বিতীয় স্থানে। ১৯৩৪ থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ভারত ১৮১টি সোনা, ১৭৪টি রুপো ও ১৪৮টি ব্রোঞ্জ পেয়েছে। মোট পদকসংখ্যা ৫০৪।
শেষ দিনেও দাপট সাইনাদের, তৃতীয় ভারত, কমনওয়েলথ গেমসে মোট পদক সংখ্যা ৫০৪
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2018 03:07 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -