'বোর্ডের মহম্মদ সামির চুক্তি স্থগিতের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না'

Continues below advertisement
নয়াদিল্লি: ভারতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহানের ব্যাভিচার, শারীরিক ও মানসিক নির্যাতন এবং দুর্নীতির অভিযোগ এনেছেন। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সামির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি স্থগিত রেখেছে। সূত্রের খবর বোর্ডের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। জানা গেছে, ইংল্যান্ডের এক ব্যবসায়ীর কথায় দুবাইয়ে আলিশবা নামে এক পাক মহিলার কাছ থেকে সামি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন হাসিনের। অডিও টেপের এই অংশটি শোনার পরই বিনোদ রাইয়ের নেতৃ্ত্বাধীন বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) সামির কেন্দ্রীয় চুক্তি স্থগিত রাখে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সামির চুক্তি স্থগিত করা নিয়ে সিওএ-র একটা বড় অংশ এবং রাজ্য অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য বিরোধিতা করেছিলেন। কয়েকদিন আগে ক্যাপ্টেন্স ও ক্রিকেটার কনক্লেভে এক প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে প্রশাসক সামিকে কেন্দ্রীয় চু্ক্তির অন্তর্ভূক্ত করার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন। তাঁকে সমর্থন করেছিলেন বোর্ডের এক পদস্থ আধিকারিক। সূত্রের খবর, যুক্তি দেওয়া হয় যে, 'দেশের ১০০ ক্রিকেটারের মধ্যে থেকে মাত্র ৩০ জনের কম এই কেন্দ্রীয় চুক্তিতে সামিল হওয়ার সুযোগ পায়। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে তাঁর স্ত্রী যদি ব্যাভিচার ও অন্যান্য গুরুতর অভিযোগ আনেন, তাহলে বোর্ড সমাজকে কী বার্তা দিচ্ছে'। জানা গেছে, বিরোধিতার সুর আরও চড়া হতে পারত যদি  সামির বিরুদ্ধে তাঁর স্ত্রী দুর্নীতির অভিযোগ না আনতেন। উল্লেখ্য, রাই বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমারকে সামির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। তাত্পর্য্যপূর্ণ বিষয় হল যে, রাইয়ের চিঠিতে কোথাও 'ম্যাচ ফিক্সিং' শব্দটির উল্লেখ নেই। সিওএ-র চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তদন্তে দুর্নীতির অভিযোগের ওপরই গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন শাখার বিবেচ্য বিষয়ের মধ্যে নেই এমন কোনও বিষয়ে তদন্ত হবে না। আগামী ১৬ মার্চ সামির চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। তাঁকে চুক্তিতে অন্তর্ভূক্ত না করা হলে বেশ কয়েকটি প্রশ্নের জবাব খুঁজতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য সামি। চুক্তিতে না থাকলে তাঁকে কি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা তাঁর রাজ্য অ্যাসোসিয়েশনের সুযোগ সুবিধা দেওয়া হবে?বিশেষ করে চলতি বছরের শেষের দিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেই সঙ্গে আসন্ন আইপিএলে তিনি খেলতে পারবেন কিনা, এমন বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।
Continues below advertisement
Sponsored Links by Taboola