কলকাতা: এবার থেকে শুধু পুরুষদের নয়। মহিলা ক্রিকেটেও শুরু হতে চলেছে আইপিএল। আগেই এই নিয়ে বিবৃতি দিয়েছিল বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল কোন কোন দল খেলবে টুর্নামেন্ট। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ১০টি মরসুমের কথা মাথায় রেখে মূল্য ধার্য করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলাে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 


এখনও পর্যন্ত যা খবর, তাতে পুরুষদের আইপিএলে দল কেনা আটটি ফ্র্যাঞ্চাইজি মহিলাদের আইপিএলে দল কিনতে আগ্রহী। তারা হল চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্য়াপিটালস, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি ও লখনউ সুপার জায়ান্টস এই বিষয়ে এখনও কোনও আগ্রহ দেখায়নি। 


ভারতের কিউয়ি সফরের দল ঘোষণা


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা (Team India) করা হল। ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ ও মহম্মদ শামি।                                            


রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ। বাংলার পেসার মুকেশ কুমার দলে রয়েছেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে।


পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলও বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি টেস্টের দলে রয়েছেন।                           





নিউজিল্যান্ডের বিরদ্ধে ওয়ান ডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এস ভরত (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরন মালিক।


নিউজিল্যান্ডের বিরদ্ধে টি-২০ সিরিজের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।