দুবাই: এগারোজন ক্রিকেটার না থাকলেও খেলা যাবে ম্য়াচ! তাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে!


সামনেই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (Women's ODI WC)। যে টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। টুর্নামেন্ট শুরুর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসির জারি করা নতুন নিয়ম অনুসারে, টুর্নামেন্ট চলাকালীন যদি কোনও দলের কোনও খেলোয়াড়ের করোনা পজিটিভ পাওয়া যায়, তবে সেই দলটি নয়জন খেলোয়াড় নিয়েও ম্যাচ খেলতে পারবে। বৃহস্পতিবার আইসিসি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।


করোনার প্রকোপে টুর্নামেন্টে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। পাশাপাশি অন্যান্য ঘোষণার মধ্যে রয়েছে সীমাহীন সংখ্যক সুপার ওভার। যা টাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত আইসিসি ২০২২ মহিলা বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব করে বিশ্বকাপ খেলা হবে এবং পয়েন্ট টেবিলের সেরা চার দল সরাসরি সেমিফাইনালে উঠবে।


আইসিসি টুর্নামেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন যে, বর্তমান খেলার পরিস্থিতিতে কোভিড আক্রান্ত দলকে কম খেলোয়াড় নিয়ে ফিল্ডিং করার অনুমতি দেওয়া হয়। যেখানে ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যরা বিকল্প ফিল্ডারের ভূমিকা পালন করতে পারেন। টেটলি বলেছেন, ‘প্রয়োজন হলে, বর্তমান পরিস্থিতিতে আমরা দলকে নয়জন খেলোয়াড় মাঠে নামানোর অনুমতি দেব। এমনকী, যদি তাদের ম্যানেজমেন্ট টিমে নারী সদস্য থাকে, তাহলে আমরা তাদের দুজনকে বিকল্প ফিল্ডার হিসেবেও ম্যাচ চালানোর অনুমতি দেব কিন্তু তারা ব্যাটিং বা বোলিং করতে পারবেন না।’


অতিমারির পরিপ্রেক্ষিতে, সমস্ত দলকে তিনজন অতিরিক্ত খেলোয়াড়ের সঙ্গে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। যদি কোনও খেলোয়াড় কোভিড সংক্রামিত হন তখন তাঁরা ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। প্রয়োজনে ম্যাচের সূচি পরিবর্তনের বিষয়টিও উড়িয়ে দেননি আইসিসি কর্তা। তিনি বলেন, ‘আমরা দলগুলিকে সর্বাধিক নমনীয়তা দেখাতে বলব এবং ম্যাচগুলি শেষ করার ব্যাপারে আমাদের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনে যতটা সম্ভব নমনীয় অবস্থান নেব।’


ভারতীয় ক্রিকেটে হইচই ফেলা দেওয়া দুর্গেশ ইলেকট্রিক মিস্ত্রির কাজও করেছেন!