কেপ টাউন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20 WC) সেমিফাইনালে অগ্নিপরীক্ষা ভারতের। কেপ টাউনে টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে বড় রান তুললেন অজিরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলল ১৭২ রান। ম্যাচ জিততে হলে বড় রান তাড়া করতে হবে ভারতকে। হরমনপ্রীত কৌরদের সামনে লক্ষ্য ১৭৩ রানের। অস্ট্রেলীয় বোলিংয়ের বিরুদ্ধে সহজ হবে না ভারতের ব্যাটারদের লড়াই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে থেকেই উদ্বেগের মেঘ ছিল ভারতীয় শিবিরে। আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত অসুস্থতার জন্য ছিটকেই গেলেন পেসার অলরাউন্ডার পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। তাঁর শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে। তাঁর পরিবর্তে সেমিফাইনালে কাকে খেলানো হবে, সেটাও ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় শিবির (Team India) থেকে।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন। অসুস্থ পূজা বস্ত্রকারের পরিবর্তে খেলছেন স্নেহ রানা। সঙ্গে সুযোগ পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া ও রাধা যাদব।
ম্যাচের আগেই অজি অধিনায়ক মেগ ল্যানিং জানিয়েছিলেন, তাঁরা ফুরফুরে মেজাজে রয়েছেন। ক্রিকেট উপভোগ করতে চান। মাঠে দেখা গেল, ভুল বলেননি মেগ। অজি ব্য়াটাররা শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন। ৩২ রানে থাকা অবস্থায় রাধা যাদবের বলে বেথ মুনির ক্যাচ ফেলে দিলেন শেফালি বর্মা। শেষ পর্যন্ত শিখা পাণ্ডের বলে ৩৭ বলে ৫৪ রান করে ফেরেন মুনি।
১৮ বলে ৩১ রান করে দীপ্তি শর্মার বলে ফেরেন অ্যাশলে গার্ডনার। ৭ রান করে শিখা পাণ্ডের বলে ফেরেন গ্রেস হ্যারিস। ঝোড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলল ১৭২/৪।
অজি বোলারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের। তার ওপর দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। মেগান স্কাটের বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন শেফালি বর্মা। ১.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১১/১। এখানেই শেষ নয়। পরের ওভারেই স্মৃতি মান্ধানাকে ফেরান অ্যাশলে গার্ডনার। আম্পায়ার যদিও স্মৃতিকে নট আউট দিয়েছিলেন। কিন্তু ডিআরএস নেয় অস্ট্রেলিয়া। সেখানে দেখা যায়, আম্পায়ারস কল মতো আউট স্মৃতি। ফের একবার বড় ম্যাচে ব্যর্থ হলেন স্মৃতি। এবার কঠিন পরীক্ষা হরমনপ্রীত কৌর, জেমাইমা রড্রিগেজদের।