মাসকট: ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। একদিন পরেই মহিলাদের হকিতে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশকে একপ্রকার উড়িয়েই দিল ভারত। ১৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন ভারতের মেয়েরা। পুল-এ'র ম্য়াচে এই জয় দিয়েই জুনিয়র এশিয়া কাপের দারুণভাবে শুরু করল ভারতীয় মহিলা হকি দল।
ম্য়াচে ভারতের হয়ে চারটি গোল করেন। মুমতাজ খান ম্য়াচে গোল করেন ২৭ মিনিট, ৩২ মিনিট, ৫৩ মিনিট ও ৫৮ মিনিটের মাথায়। তিনটি গোল করেন দীপিকা। তিনি ৭ মিনিট, ২০ মিনিট ও ৫৫ মিনিটের মাথায় গোল করেন। কনিকা সিওয়াচ ১২ মিনিট, ৫১ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া মণীষা ১০ মিনিটের মাথায় ও ডুং ডুং ৩৩ মিনিট ও সাক্ষী রানা ৪৩ মিনিটের মাথায় গোল করেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেন অর্পিতা পাল। তিনি ১২ মিনিটের মাথায় গোল করেন। আজ সোমবার রাত ৮.৩০টায় ভারত মুখোমুখি হবে মালয়েশিয়ার।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভারত বধ করেছিল বাংলাদেশ
রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয় ছনিয়ে নিয়েছিল বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে চ্যাম্পিযন হয়েছে টাইগাররা। ম্যাচের শুরুটা অবশ্য ভালই করেছিল টিম ইন্ডিয়ার ছোটরা। প্রথমে বোলিং করে ভারতীয় বোলাররা কিন্তু বাংলাদেশকে দু'শো রানের গণ্ডিও পার করতে দেয়নি। ৪১ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে মহম্মদ শিহাব ও রিজ়ান হোসেন প্রতিরোধ গড়ে তোলেন। দুইজনে যথাক্রমে ৪০ ও ৪৭ রান করেন। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করেন। আয়ুষ সেই পার্টনারশিপ ভাঙেন। শেষের দিকে ফরিদ ৩৯ রান করে বাংলাদেশকে কোনওক্রমে ১৯৮ রান তুলতে সাহায্য করে।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ক্রমে উইকেট হারানো শুরু করে ভারত। আয়ুষ এক ও বৈভব নয় রানে আউট হয়ে যায়। মিডল অর্ডারে সিদ্ধার্থ, কার্তিকেয়ারা শুরুটা ভাল করেও ২০ ও ২১ রানে সাজঘরে ফেরেন। অপরপ্রান্তে পরপর উইকেট পড়লেও অধিনায়ক ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করেন, দেখেশুনে ইনিংস এগোনোর চেষ্টায় ছিলেন তিনি। তবে ২৬ রানে আউট হন তিনি। হার্দিক ২৪ রানের ইনিংস খেলেন একেবারে শেষের দিকে। তবে শতরানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলার পর জেতাটা কার্যত অসম্ভব ছিল। হলও তাই। ১৩৯ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস।