জয়পুর: আজ থেকে রাজস্থানের জয়পুরে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ। তিনটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ফাইনাল ১১ তারিখ। তিনটি দলে আছেন ২৭ জন ভারতীয়। এছাড়া বিদেশি ক্রিকেটাররাও আছেন। স্মৃতি মন্ধনার নেতৃত্বে ট্রেইলব্লেজার্স দলে আছেন জম্মু ও কাশ্মীরের জসিয়া আখতার। উপত্যকার সেরা মহিলা ক্রিকেটার এই প্রতিযোগিতায় নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন।

ট্রেইলব্লেজার্সে আছেন বাংলার অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী, ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর, নিউজিল্যান্ডের সুজি বেটসরা। সুপারনোভা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। ভেলোসিটি দলের অধিনায়ক মিতালি রাজ।