ডাবলিন: একদিনের আন্তর্জাতিকে নয়া বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও জন ক্যাম্পবেল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁরা ওপেন করতে নেমে ৩৬৫ রানের পার্টনারশিপ গড়লেন। ক্যাম্পবেল করেন ১৭৯ এবং হোপ করেন ১৭০ রান। নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ৩ উইকেটে ৩৮১ রান। জবাবে ১৮৫ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ১৯৬ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে একদিনের আন্তর্জাতিকে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল পাকিস্তানের ইমাম-উল-হক ও ফকর জামানের। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁরা ৩০৪ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিল ক্যাম্পবেল-হোপ জুটি। তাঁরা অল্পের জন্য একদিনের আন্তর্জাতিকে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড ভাঙতে পারলেন না। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭২ রান যোগ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলস। সেই রেকর্ড অক্ষত থেকে গেল।