মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়েছে ভারত। হরমনপ্রীত কউরদের সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। অনুষ্কা শর্মা। বিরাট কোহলির ঘরণি ট্যুইট করে অভিনন্দন জানালেন ভারতের মহিলা দলকে।

অনুষ্কা ট্যুইট করেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে উইমেন ইন ব্লুয়ের প্রথম ম্যাচ এবং গোটা টুর্নামেন্টের জন্য উল্লাস। মেয়েরা, মাঠে তোমাদের প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া দেখলাম। পুরো টুর্নামেন্টে তোমাদের সমর্থন করে যাব।’



ভারতের পুরুষ দলের খেলা থাকলে অভিনেত্রী অনুষ্কাকে ভিআইপি বক্সে বসে থাকতে দেখা যায়। সেঞ্চুরির পর অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন বিরাট, বিশ্বক্রিকেটের অন্যতম রোম্যান্টিক দৃশ্য হিসাবে থেকে যাবে। সেই অনুষ্কা এবার মহিলা দলের প্রতিও তাঁর জোরাল সমর্থন জানালেন।

প্রসঙ্গত, তারকা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা।