মুম্বই: বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানি অল্পদিন আগে তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন। আর ওই ক্যালেন্ডার উদ্বোধনের সময় বর্ষীয়াণ অভিনেতা কবীর বেদী নাকি ফোন নম্বর চেয়ে বসেন সানি লিওনের কাছ থেকে। যদিও কবীর টুইট করে এই দাবি খণ্ডন করেছেন।

গসিপ সাইটের দাবি, কবীর নম্বর চাওয়ায় সানি তাঁকে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের নম্বর দিয়ে দেন। যদিও টুইট করে কবীর দাবি করেছেন, এমন কিছুই ঘটেনি, যা বলা হচ্ছে, সব তাঁকে বদনাম করার জন্য। তাঁর বক্তব্য, সানির স্বামীরই নম্বর চান তিনি, তা ড্যানিয়েল তাঁকে দেন নিজের ফোন থেকে তাঁর নম্বরে ডায়াল করে। ওই সাইট যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে, খবর উড়িয়ে তাঁর কাছে তাদের ক্ষমা চাইতে হবে।


ড্যানিয়েলও জানিয়েছেন, কবীর ও সানি পরস্পরকে বহুদিন ধরে চেনেন, সানির নম্বর আগে থেকেই আছে তাঁর কাছে। কবীর তাঁরই নম্বর চেয়েছিলেন, নিছক খবর বিক্রির জন্য তা নিয়ে গল্প ফাঁদা হচ্ছে।


ড্যানিয়েলের টুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কবীর।


ডাব্বু রত্নানির ক্যালেন্ডার প্রকাশের সময় জ্যাকি শ্রফ, বিদ্যা বালান, ভূমি পেডনেকর, সেফ আলি খান, ভিকি কৌশল প্রমুখ উপস্থিত ছিলেন।