ইস্তানবুল: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women's World Boxing Championships) ৫২ কেজি বিভাগে সোনা (Gold) জিতলেন ভারতের নিখাত জারিন। ফাইনালে তিনি হারিয়ে দিলেন তাইল্যান্ডের জুতামাস জিতপঙ্গকে। ৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন নিখাত। পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত।


মেরি কমের আগে ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে এম সি মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল ও লেখা কে.সি। এঁদের মধ্যে মেরি কম নিজেই ৬ বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। 


এর আগে সেমিফাইনালে তিনি ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন। বিচারকরা সর্বসম্মতিক্রমেই নিখাতকে বিজয়ী ঘোষণা করেন। 


ইস্তাম্বুলে এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট ১টি সোনা, ২টো ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে ইতালির ইরমা টেস্টার কাছে ০-৫ ফলে হেরে যান মণীষা। অন্যদিকে, ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে আয়ারল্যান্ডের অ্যামি সারা ব্রডহার্স্টের কাছে ১-৪ ফলে হেরে যান পারভিন।


নিখাত, মণীশা ও পারভিন তাঁদের পদক আগামী শুক্রবার গ্রহণ করবেন। সব মিলিয়ে মোট ১০টি সোনা, ৮টি রুপো ও ২১টি ব্রোঞ্জ জিতেছে ভারত। 


মেরি কমের ৬ সোনা


বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬ বার সোনা জিতেছেন কিংবদন্তি এমসি মেরি কম। এছাড়া ভারতীয় মহিলাদের মধ্যে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সরিতা দেবী, জেনি আর এল ও লেখা সি। এবার হায়দরাবাদের বক্সার নিখাতও এই তালিকায় নিজের নাম খোদাই করার লক্ষ্যে।


এখনও পর্যন্ত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা ফল ২০০৬ সালে। সেবার ভারত চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছিল।