লন্ডন: আজ লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ব্রিটেনের মুখোমুখি হবে উইমেন ইন ব্লু। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের জন্য প্রার্থনা করবে গোটা দেশ। বিশ্বে ৪ নম্বর দল টিম ইন্ডিয়া যে বিশ্বকাপ ফাইনালে উঠে আসবে, তা ভাবেননি বিশেষ কোনও ক্রিকেট প্রেমী। কিন্তু দেখা যাচ্ছে, যখনই দরকার হয়েছে, দলের কেউ না কেউ অসামান্য পারফরম্যান্স করেছেন- তিনি হতে পারেন স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড় বা হরমনপ্রীত কৌর। বিশেষ করে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতের অপরাজিত ১৭১ তো মহিলা ক্রিকেটের ইতিহাসে ঢুকে গিয়েছে। তা ছাড়া সকলের ওপর রয়েছেন অধিনায়িকা মিতালি রাজ, ৮টি ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি, তার মধ্যে ৩টি অর্ধশত রান ও একটি সেঞ্চুরি। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতের মেয়েদের ক্রিকেট টিম, এর আগে ২০০৫-এ ফাইনাল খেলেছিল তারা। ফাইনালে ভারত যাদের মুখোমুখি, সেই ব্রিটিশ দলকে তারা হারিয়েছে টুর্নামেন্টের শুরুতেই। তারপর জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দুটি ম্যাচেই অসাধারণ ব্যাট করেন বাঁ হাতি স্মৃতি মন্ধানা, তাঁকে তুলনা করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৫০ ওভারে মাত্র ১৬৯ রান করেছিল ভারত। তখন আসরে নামেন বাঁ হাতি স্পিনার একতা বিস্ত। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ৯৫ রানে গুটিয়ে দেন তিনি। শ্রীলঙ্কাকে সহজেই হারালেও ভারত পরপর দুটি ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শতরান করেন অধিনায়িকা মিতালি রাজ। ভারতের ২৬৫ তাড়া করতে নেমে ৭৯ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। আর তারপর তো সেমিফাইনালে হরমনপ্রীতের ১৭১। আজ ফাইনাল। টিভির পর্দায় চোখ রেখে গোটা দেশ বলে উঠতে চায় চক দে ইন্ডিয়া!