নয়াদিল্লি: ভারতে ক্রিকেটপ্রেমীদের প্রধান মুখ সুধীর গৌতম। শুধু দেশেই নয়, বিশ্বের যে প্রান্তেই ভারতীয় দল খেলুক না কেন, গ্যালারিতে দেখা যায় সচিন তেন্ডুলকরের অন্ধ ভক্ত সুধীরকে। তাঁর সারা শরীরে জাতীয় পতাকার রং আঁকা থাকে। ক্রিকেটাররা সবাই তাঁকে ভালবাসেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ব্যতিক্রম নন। তিনি এই ক্রিকেটপ্রেমীকে রাঁচির একটি খামারবাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজ সারেন।



ধোনির আতিথেয়তা পেয়ে অভিভূত সুধীর। তিনি ট্যুইটারে ধোনি ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিশেষ দিন কাটালাম। ফার্মহাউসে সুপার ফ্যামিলির সঙ্গে সুপার লাঞ্চ সারলাম। ভাষায় এই মুহূর্তটি প্রকাশ করা সম্ভব নয়। মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষীদিকে ধন্যবাদ। আইপিএল জেতার পর বিশ্রাম নিচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।’