ওয়াশিংটন: সদ্যসমাপ্ত আইসিসি বিশ্বকাপে বিপর্যয়ের ধাক্কা সামলে পাকিস্তানকে ‘বিশ্বের সেরা ক্রিকেট টিম’ করে তুলতে চান। সেজন্য তিনি প্ল্যানমাফিক এগচ্ছেন বলে আমেরিকার প্রবাসী পাকিস্তানিদের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান। মার্কিন সফরে এসেছেন ১৯৯২ এর বিশ্বকাপজয়ী পাক ক্রিকেট অধিনায়ক তথা পাক প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসি-তে পাক-আমেরিকানদের সভায় বিশ্বকাপ ক্রিকেটে পাক দলের ভরাডুবির উল্লেখ করে ‘পরের টুর্নামেন্টের জন্য সবার সেরা প্লেয়ারদের টিমে এনে শ্রেষ্ঠ ক্রিকেট দলে পরিণত করার কাজ শুরু করেছেন’ বলে জানান ইমরান। বলেন, আমার কথাটা মনে রাখুন। যদিও কী তাঁর পরিকল্পনা, স্বাভাবিক ভাবেই খোলসা করেননি তিনি।
আজই তিনদিনের মার্কিন সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ইমরানের।
গত ১৬ জুন বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে হারের ভয় কাটাতে সরফরাজ আহমেদের বাহিনীকে উদ্ধুব্ধ করতে পেপ টক দেন ইমরান, তাঁদের বলেন, হারের আতঙ্ক থেকেই নেতিবাচক মানসিকতা, রক্ষণাত্মক কৌশল আসে।
পাকিস্তান ভারতের কাছে হেরে যায়। পরের ম্যাচগুলিতে ভাল খেলে জিতেও সেমিফাইনালে পৌঁছতে পারেনি তারা। পঞ্চম স্থানে থেকেই বিদায় নেয় পাকিস্তান।দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য বর্তমান পরিচালন কমিটিকেই দায়ী করেন পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নজম শেঠি।
পাকিস্তানকে 'বিশ্বসেরা ক্রিকেট টিম' বানাতে প্ল্যানমতো কাজ করছেন, জানালেন ইমরান
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2019 07:28 PM (IST)
গত ১৬ জুন বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে হারের ভয় কাটাতে সরফরাজ আহমেদের বাহিনীকে উদ্ধুব্ধ করতে পেপ টক দেন ইমরান, তাঁদের বলেন, হারের আতঙ্ক থেকেই নেতিবাচক মানসিকতা, রক্ষণাত্মক কৌশল আসে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -