ওরিগন: গতকাল থেকেই যুক্তরাষ্ট্রে ওরিগানে শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। সেই চ্যাম্পিয়নশিপে এবার ভারতের তরফে ২৩ জন অ্যাথলিটকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে, যার মধ্যে অন্যতম হলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভালিন থ্রোয়ার নীরজ চোপড়া।


এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই বিভাগের ফাইনালে পৌঁছলেন দুই তারকা ভারতীয় অ্যাথলিট মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar) ও অবিনাশ সাবলে (Avinash Sable)। ২৩ বছর বয়সি লং জাম্পার মুরলি এই বছরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে এসেছেন। মরসুমের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুরলি চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের অন্যতম বড় আশা। তিনি কিন্তু একেবারেই হতাশ করলেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর ভাল পারফরম্যান্স অব্যাহত। নিজের দ্বিতীয় প্রয়াশে মুরলী ৮.০০ মিটার লম্বা লাফ দিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যান। যোগ্যতাঅর্জন পর্বে গ্রুপ 'বি'তে দ্বিতীয় এবং সব মিলিয়ে সপ্তম স্থানে শেষ করেন ভারতীয় লং জাম্পার। 


রেকর্ড মুরলীর


তবে তাঁর দুই স্বদেশীয় জেসউইন আলদ্রিন ও মহম্মদ আনিস ফাইনালে পৌঁছতে পারেননি। আলদ্রিন ও আনিস যথাক্রমে ৭.৭৯ মিটার এবং ৭.৭৩ মিটারের লাফ দেন। তারা যথাক্রমে যোগ্যতাঅর্জন পর্বের গ্রুপ 'এ'তে নয় এবং ১১ নম্বরে স্থানে শেষ করেন। ফলে লং জাম্পের ফাইনালে মুরলি একাই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রসঙ্গত, তিনি প্রথম ভারতীয় পুরুষ লং জাম্পার হিসাবে ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করেছেন। অপরদিকে, অবিনাল সাবলেও স্টিপেলচেজের দারুণ পারফর্ম করেছেন। ৩০০০ মিটার স্টিপেলচেজে অবিনাশের সময় ৮:১৮.৭৫। তিনিও মুরলীর মতোই সরাসরি ফাইনালে খেলার যোগ্যতাঅর্জন করতে সক্ষম হয়েছেন।


সরাসরি ফাইনালে অবিনাশও


মাঝপথ অবধি অবিনাশই এক নম্বরে ছিলেন। তবে শেষমেশ অবিনাশ নিজের হিটে তৃতীয় স্থানে শেষ করেন। তার ফলেই সরাসরি ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করতে পারেন তিনি। মুরলী এবং অবিনাশের হাত ধরেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার অবিনাশ ফাইনালে নামবেন। ২৭ বছর বয়সি অবিনাশ তিন বছর আগে দোহায়ও একই বিভাগের ফাইনালের যোগ্যতাঅর্জন করেছিলেন। তাই তার উপর কিন্তু প্রত্যাশার একটা চাপ থাকবেই।


আরও পড়ুন: জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু