সিঙ্গাপুর: গতকাল সেমিফাইনালে দুরন্ত লড়াইয়ে জিতেছিলেন। আজ সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। স্ট্রেট সেটে জিতে আরও একবার খেতাব জয়ের দোরগোড়ায় অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন সুন্দরী। জাপানের সায়েনা কাওয়াকামিকে ২১-১৬, ২১-৭ ব্যবধানে হারিয়ে আরও একবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। তবে প্রথম গেমে লড়াই দিয়েছিলেন কাওয়াকামিও। কখনও সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো কখনও কাওয়াকামি এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতে যান সিন্ধু।
প্রথম গেমে জয়ের পর সেই আত্মবিশ্বাস অনেকটা এগিয়ে দিয়েছিল সিন্ধুকে। তাই দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে একেবারেই দাঁড়াতে দেননি হায়দরাবাদি তরুণী। দ্বিতীয় গেমে দ্রুত ৪-০ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমের প্রথম বিরতির সময় ৬-১ ব্যবধানে এগিয়ে ছিল সিন্ধু। দ্বিতীয় গেমে শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু।
উল্লেখ্য, গতকাল দিনের শুরুতেই পিছিয়ে থেকে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন পিভি সিন্ধু। এরপর প্রায় একই সময় তিনটি ভিন্ন ম্যাচে এইচ এস প্রণয়, সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং এম আর অর্জুন ও ধ্রুব কাপিলার ডাবলস জুটি কোর্টে নেমেছিল সেমিফাইনালের টিকিট বুক করতে। তবে প্রণয় এবং কাপিলা-অর্জুন জুটি তা করতে পারেনি। আশা ছিল সাইনার কাছ থেকে। তিনিও ব্যর্থ হলেন।
উল্লেখ্য, কিন্তু অলিম্পিক্সের পর থেকেই যেন কিছুটা ছন্দহীন সিন্ধুর ব়্যাকেট। প্রত্যেক টুর্নামেন্টেই শুরুটা ভাল করছেন। কিন্তু নক আউটে গিয়ে আটকে যাচ্ছেন সিন্ধু। বিশেষ করে তাইওয়ানের তাই জু য়িং (Tai Tzu-ying) যেন তাঁর পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছেন। সেই অলিম্পিক্স থেকে শুরু। তারপর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হোক বা সদ্যসমাপ্ত মালয়েশিয়া ওপেন (Malayasia Open), বিশ্বের এক নম্বর শাটলারের কাছে হেরেই চলেছেন সিন্ধু। তবে এবার সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিন্ধুর সামনে।