মস্কো: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-র শীর্ষে থেকে শেষ ১৬-য় পৌঁছল বেলজিয়াম। ইংল্যান্ড গতরাতে ১-০ গোলে হারিয়েছে তারা। ২ নম্বরে থেকে নকআউট পর্যায়ে খেলার সুযোগ পেল ইংল্যান্ডও।


দুই দলই আগে থেকে নকআউট পর্যায়ে চলে যাওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ ছিল না বিশেষ। দু’দলেই বেশ কয়েকটি পরিবর্তন চোখে পড়ে, অভিজ্ঞদের বদলে সুযোগ দেওয়া হয় তরুণ খেলোয়াড়দের। প্রথমার্ধ্ব গোলশূন্য থাকে। ম্যাচের ৫১ মিনিটে বেলজিয়ামের আদনান জানুযাজ বক্সের মধ্যে ইংরেজ ডিফেন্ডারদের হার মানিয়ে বাঁ পায়ের শটে দলকে ১-০-য় এগিয়ে দেন।

১ গোলে পিছিয়ে ইংল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করে। ৬৬তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগও পায় তারা। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

গ্রুপ জি-র অন্য ম্যাচে তিউনিশিয়া ২-১ গোলে হারিয়েছে পানামাকে। গ্রুপের ৩টি ম্যাচের মধ্যে ২টি হেরেছে তিউনিশিয়া, জিতল ১টিতে। উল্টোদিকে পানামা তাদের ৩টি ম্যাচেই হেরেছে। দু'দলই আগেই ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে।