মস্কো: সন্ধের জার্মানি ম্যাচের অঘটন মাঝরাতের ব্রাজিল ম্যাচে ঘটল না। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬-য় পৌঁছে গেল নেইমারের দল। এবার তারা মেক্সিকোর মুখোমুখি হবে।

প্রথমে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন পলিনহো। তার ৩৬ মিনিট পর নেইমারের ক্রসে থিয়াগো সিলভা ২-০ করেন।

গ্রপ ই-র ১ নম্বর দল হিসেবে সোমবার তারা নকআউট পর্যায়ে মেক্সিকোর মুখোমুখি হবে। ফুটবলমোদীরা আশা করেছিলেন, ব্রাজিল-জার্মানি মনোগ্রাহী ম্যাচ দেখতে পাবেন তাঁরা। কিন্তু গতকাল সন্ধেয় দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানির অপ্রত্যাশিত হারে দক্ষিণ আমেরিকারই অন্যতম দল মেক্সিকোর বিরুদ্ধে খেলবে ব্রাজিল। গ্রুপ রানার্স সুইজারল্যান্ড মঙ্গলবার খেলবে সুইডেনের বিরুদ্ধে। কোস্টারিকার সঙ্গে ২-২ ড্র করে শেষ ১৬-য় গিয়েছে তারা।

গতকালের ম্যাচের আগে ব্রাজিলের কোচ টিটে বলেছিলেন, নেইমার একা সব দায়িত্ব বইতে পারেন না। কিন্তু ২৬ বছরের নেইমার সার্বিয়া ম্যাচে দলের আক্রমণের দায়িত্ব সিংহভাগ নিজের কাঁধে নিয়েছেন, সার্বিয়ার মাঝমাঠ দিয়ে শানিয়েছেন একের পর এক হামলা, ম্যাচের শুরুর দিকে তাঁর একটি গোলার মত শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে।