সাউদাম্পটন: চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে পরনের উইকেটকিপিং গ্লাভসে সেনাবাহিনীর প্রতীক-চিহ্ন লাগিয়ে তামাম ক্রিকেটভক্তদের বাহবা কুড়িয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। কিন্তু, আইসিসি তাতে একেবারেই উৎফুল্ল নয়। উল্টে তাদের দাবি, এধরনের প্রতীকের ব্যবহার আইসিসি-র প্রতিযোগিতার নিয়মবিরুদ্ধ। ধোনিকে ওই প্রতীক সরিয়ে নিতে ভারতীয় বোর্ডকে অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেখা যায়, ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির গ্লাভসে সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানদের আত্মবলিদানের প্রতীক চিহ্ন অঙ্কিত রয়েছে। যাঁকে সেনাকর্মীরা বলেন 'ফ্লাইং ড্যাগার' বা 'বলিদান'। যেই গ্লাভসের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনা তুঙ্গে ওঠে।
প্রসঙ্গত, ক্রিকেট বৃত্তের বাইরে ধোনির আরও একটা পরিচয় রয়েছে। তিনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশ্যুট রেজিমেন্টের স্পেশাল ফোর্সের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ধোনির কিটব্যাগ থেকে শুরু করে উইকেটকিপিং গ্লাভস- সবই ভারতীয় পোশাকের রঙের।
২০১১ সালে এই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা পান ধোনি। ২০১৫ সালে প্যারা স্পেশ্যাল ফোর্সের সঙ্গে দু সপ্তাহ ট্রেনিংও করেছিলেন মাহি। আগরায় সেই প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি পাঁচবার বিমান থেকে প্যারা-জাম্পও দেন বলেও শোনা যায়।
পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পরে খেলতে নামে। জানা যায়, সেই সময় ধোনির অনুরোধেই তা করা হয়েছিল। এবার, বিশ্বকাপে গ্লাভসে ‘বলিদান’ প্রতীক নিয়ে মাঠে নামেন তিনি।
তবে, আইসিসি-র দাবি, ক্রিকেট ম্যাচে এভাবে সেনাবাহিনীর পরিচয়-চিহ্ন ব্যবহার করাটা আইনবিরুদ্ধ। ধোনিকে গ্লাভস্ থেকে 'ফ্লাইং ড্যাগার' চিহ্ন সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে আইসিসি। এদিন, আইসিসি-র জেনারেল ম্যানেজার স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্লারা ফার্লং জানান, ধোনিকে তাঁর গ্লাভস থেকে ওই প্রতীক-চিহ্ন সরিয়ে নেওয়ার জন্য বলতে ভারতীয় বোর্ডকে অনুরোধ করা হয়েছে। এটা নিয়মবিরুদ্ধে, তাই সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
যদিও, ক্লারা এ-ও জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই বিশেষ গ্লাভস পরে মাঠে নামার জন্য ধোনির বিরুদ্ধে কোনও শাস্তি বা জরিমানা ধার্য করা হবে না। যেহেতু, এটা প্রথম ঘটেছে, তাই স্রেফ অনুরোধ করা হচ্ছে।