দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলারদের সাফল্যের রহস্য ফাঁস করলেন বুমরাহ
Web Desk, ABP Ananda | 05 Jun 2019 08:10 PM (IST)
আজ দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন বুমরাহ।
সাউদাম্পটন: আজই চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে ভাল পারফরম্যান্স দেখায় ভারত। যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের দাপটে ৯ উইকেটে ২২৭ রান করেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস শেষ হওয়ার পর ভারতের বোলারদের সাফল্যের রহস্য ফাঁস করেছেন বুমরাহ। তিনি জানিয়েছেন, টেস্ট ম্যাচে যে লেংথে বল করেন, এই ম্যাচেও সেভাবেই বোলিং করেছেন। এর ফলেই সাফল্য পেয়েছেন। আজ দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন বুমরাহ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা নতুন বলে হার্ড লেংথে বল করতে চেয়েছিলাম। টেস্ট ম্যাচেরং লেংথে বল করেছি। শুরুতে উইকেট পেলে সবসময় দলের সুবিধা হয়। সেটা করতে পেরে আমরা খুশি। সিম মুভমেন্ট থাকলে বেশি কিছু করতে হয় না। শুধু ব্যাটসম্যানদের ভুল করার অপেক্ষায় থাকতে হয়।’