নয়াদিল্লি: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফেভারিট ভারতই। এমনই মত কিংবদন্তী কপিল দেবের। তিনি বলেছেন, ‘প্রথম দু’টি ম্যাচ জিতে আমরা দারুণ শুরু করেছি। আশা করি দল এভাবেই খেলবে এবং আবহাওয়া কোনও সমস্যা হবে না। আমার আশা, দল সেরা খেলাটাই খেলবে। ভারতীয় দল এই মুহূর্তে ভাল খেলছে। তাই ভারতই জিতবে।’
কপিল আরও বলেছেন, ‘আমি যখন খেলতাম, তখন সব ম্যাচেই ফেভারিট ছিল পাকিস্তান। এখন পাকিস্তানের চেয়ে ভারতীয় দল এগিয়ে। আমরা র্যাঙ্কিংয়ে ওদের চেয়ে এগিয়ে। আমরা ভাল খেলছি।’
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবকটি ম্যাচই জিতেছে ভারত। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন কপিল। এবারও তিনি ভারতীয় দলের জয় চাইছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট ভারত, বলছেন কপিল
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2019 11:48 AM (IST)
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবকটি ম্যাচই জিতেছে ভারত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -