করাচি: এবার বিশ্বকাপ জিতবে কোন দল? একথা নিঃসন্দহেই বলা যায়, ভারত এবারের বিশ্বকাপের দাবিদার। সংশ্লিষ্টমহলের অনেকেই বিরাটের দলকেই তাদের বাজি ধরছেন। অনেকে সঙ্গে রাখছেন ক্রিকেট আবিষ্কারক দেশ ইংল্যান্ডকেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিয়ে তেমন একটা মাতামাতি নেই এবার। শেষ এক বছরের পারফরম্যান্স দেখলে ভারত ও ইংল্যান্ডেরই পাল্লা ভারী। তবে পাক তারকা মহম্মদ হাফিজ বলছেন, ভারত, ইংল্যান্ডের মতো পাকিস্তান দলও বিশ্বকাপের দাবিদার। আর তাঁর এই দাবির নেপথ্যে রয়েছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নজির। বিগত এক দশকে সম্প্রতি ইংল্যান্ডে আয়োজিত এই দুই আইসিসি ইভেন্টেই জয়ী হয়েছে পাক দল।


হাফিজ বলছেন, “আমরা যখনই এখানে (ব্রিটেন) খেলতে এসেছি, বিরাট জনসমর্থন পেয়েছি। সমালোচক দৃষ্টিভঙ্গি থেকে ভাবলেও আমার মনে হয় চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের মতো এই বিশ্বকাপেও পাকিস্তান ভারতকে হারাতে পারবে।” তিনি আরও বলছেন, “আমরা অনেকদিন ধরেই একটা দল হিসেবে খেলছি। একে অপরকে সাহায্য করছি। আমি আশাবাদী, দল বিশ্বকাপে ভাল খেলবে।”


উল্লেখ্য, ডান হাতের তালুতে সার্জারি হওয়ার কারণে এখন কয়েকদিন মাঠের বাইরেই থাকতে হচ্ছে হাফিজকে। চিকিত্সকরা বলছেন, সপ্তাহ তিনের মধ্যেই হাফিজ পুরোপুরি ফিট হয়ে যাবেন। আশাবাদী হাফিজ নিজেও। পাকিস্তানের জিটিভি-কে দেওয়া এক সাক্ষাত্কারে এই পাক অলরাউন্ডার বলেছেন, “আমি আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাব এবং স্কোয়াডেও থাকব। আমি এর আগে ২টি বিশ্বকাপ খেলেছি। এবার একজন সিনিয়র হিসেবে এই বিশ্বকাপ অভিযানে নিজেকে সামিল করতে চাই।”