সাউদাম্পটন: চলতি বিশ্বকাপেই রেকর্ড বুকে নিজের নাম তোলার দোরগোড়ায় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। ২০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে কোহলির প্রয়োজন আর মাত্র ১০৪ রান। এই তালিকায় একমাত্র দুই কিংবদন্তি ব্যাটসম্যান রয়েছেন-- সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা।
বর্তমানে, কোহলির সংগ্রহ ১৯,৮৯৬ রান। শনিবার, সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট নেতৃত্বাধীন ভারত। সেদিনই যদি তিনি এই মাইলফলক পার করে নেন, তাহলে তিনি তা ৪১৫ আন্তর্জাতিক ইনিংসে পার করবেন। এর মধ্যে রয়েছে -- ১৩১ টেস্ট, ২২২ একদিনের ম্যাচ ও ৬২ টি২০ ম্যাচ।
কিন্তু, সচিন ও লারা-- দুজনই এই মাইলস্টোন পার করতে নেন ৪৫৩ ইনিংস। তিন নম্বরে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং-- যিনি ২০ হাজার রান ছুঁতে নেন ৪৬৮ ইনিংস। সেই নিরিখে, বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। এর আগে, গত ১৬ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১,০০০ একদিনের রান সম্পূর্ণ করেন তিনি।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ৩০ বছরের কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প রানে আউট হলেও, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ৮২ ও ৭৭ রান করেন।
সচিন-লারার রেকর্ড ভেঙে বিশ্বের দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করা ব্যাটসম্যান হওয়ার পথে কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2019 06:11 PM (IST)
বর্তমানে কোহলির নামের পাশে ১৯,৮৯৬ রান রয়েছে। অর্থাৎ, ২০,০০০ রান থেকে মাত্র ১০৪ রান দূরে বিরাট। এই তালিকায় একমাত্র দুই কিংবদন্তি ব্যাটসম্যান রয়েছেন-- সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। দুজনই এই মাইলস্টোন পার করতে নেন ৪৫৩ ইনিংস।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -