বার্মিংহ্যাম: ডানহাতি ব্যাটসম্যান মায়াঙ্ক অগ্রবাল আগামীকাল বুধবার লিডসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। গোড়ালির চোটের কারণে টুর্নামেন্ট থেকে অলরাউন্ডার বিজয় শঙ্কর ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে মায়াঙ্ককে।
মায়াঙ্কের দলে অন্তর্ভূক্তিতে আইসিসি অনুমোদন দেওয়ার পর পর আজ মঙ্গলবার বিসিসিআই এ কথা জানিয়েছে।
অনুশীলনের সময় জসপ্রিত বুমরাহর বলে ব্যাটিং করার সময় গোড়ালিতে চোট পাওয়ার ফলে চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না বিজয় শঙ্কর। তাঁর পরিবর্তে মায়াঙ্ক অগ্রবালকে দলে নেওয়ার কথা বলা হয়। আর তা আইসিসি-র টেকনিক্যাল কমিটি মঞ্জুর করেছে।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে মায়াঙ্কের। যদিও ৫০ ওভারের কোনও আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেননি। কর্নাটকের হয়ে লিস্ট এ ক্রিকেটে ২৮ বছরের এই ব্যাটসম্যান ২০১২ তে অভিষেকের পর ৭৫ ম্যাচে ৪৮.৭১ গড়ে ৩,৬০৫ রান করেছেন।
আগামী শনিবার লিডসে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।
বুধবার টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন মায়াঙ্ক অগ্রবাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2019 05:56 PM (IST)
ডানহাতি ব্যাটসম্যান মায়াঙ্ক অগ্রবাল আগামীকাল বুধবার লিডসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। গোড়ালির চোটের কারণে টুর্নামেন্ট থেকে অলরাউন্ডার বিজয় শঙ্কর ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে মায়াঙ্ককে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -