সম্পূর্ণ ফিট নন, বিশ্বকাপের প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন মহম্মদ আমির
Web Desk, ABP Ananda | 30 May 2019 06:10 PM (IST)
প্রথমে বিশ্বকাপের দলে ছিলেন না আমির। পরে অবশ্য তাঁকে দলে নেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত ফিট হতে পারেননি এই পেসার।
নটিংহ্যাম: সম্পূর্ণ ফিট না হওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না-ও খেলতে পারেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমির। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, কোচ মিকি আর্থার জানিয়েছেন, ইংল্যান্ডে পা রাখার পর থেকেই ফিটনেসের সমস্যায় ভুগছেন আমির। তিনি বিশ্রাম চেয়েছেন। প্রথমে বিশ্বকাপের দলে ছিলেন না আমির। পরে অবশ্য তাঁকে দলে নেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত ফিট হতে পারেননি এই পেসার। তিনি ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তিনটি ম্যাচে খেলতে পারেননি। পাকিস্তান শিবির সূত্রে খবর, টিম ম্যানেজমেন্ট আগামীকাল ট্রেন্টব্রিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে আমিরকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে।