আরব আমির শাহি: কাঁধের হাড় সরে গিয়েছে। সারতে সময় লাগবে। পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রিচার্ডসন। আরব আমির শাহিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আর তাঁকে দেখা যাবে না, জানিয়ে দিল অজি ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাস দুয়েক আগে রিচার্ডসনের এই চোটে স্বাভাবিক কারণেই চিন্তিত অজি শিবির। সংশ্লিষ্টমহলের মতে, চোট সারতে সময় লাগবে। বিশ্বকাপের আগে রিচার্ডসনের কামব্যাক করা কোনও ভাবেই সম্ভব নয় বলেও মত অনেকের।
দলের ফিজিও ডেভিড বিকলি বলছেন, “দল এবং ঝাইয়ের জন্য এটা সত্যিই হতাশার। নেটে বল করার সময়ই বোঝা যাচ্ছিল, যতটা দ্রুত ঝাইয়ের ফিট হওয়ার প্রয়োজন, সেটা হয়নি। আর সেকারণেই বিশ্বকাপের স্কোয়াড থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে”। ২২ বছরের এই ফাস্ট বোলারের বিরুদ্ধে অজি স্কোয়াডে নেওয়া হচ্ছে কেন রিচার্ডসনকে। ভাবা হচ্ছে জশ হ্যাজেলউডের কথাও।