Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রোহিতের সামনে দুটি রেকর্ডের হাতছানি
এছাড়াও কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহের নজিরের সামনেও রোহিত। এই তালিকায় বর্তমাননে পঞ্চম স্থানে রোহিত। ২০০৩ বিশ্বকাপে সচিন ৬৭৩ রান করেছিলেন। ওই রান থেকে রোহিত ১২৯ রান দূরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে পারলে সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে রোহিতের সামনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও একটি বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির সংখ্যায় তিনি এখন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারার সঙ্গে একই সারিতে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে মিযাচে সেঞ্চুরি করতে পারলেই রোহিত পিছনে ফেলবেন সঙ্গাকারাকে। ২০১৫-র বিশ্বকাপে সঙ্গাকারা চারটি সেঞ্চুরি করেছিলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতের সামনে বিশ্বকাপের দুটি বড় রেকর্ড ভাঙার হাতছানি।
একদিনের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে মনে করা হয় ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে। চলতি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। সাতটি ইনিংসে এখনও পর্যন্ত চারটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত ৫৪৪ রান করেছেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -