বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে একাধিক নজির রোহিতের
Web Desk, ABP Ananda | 02 Jul 2019 05:45 PM (IST)
৫৪৪ রান করে তিনিই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী।
ছবি সৌজন্যে ট্যুইটার
বার্মিংহ্যাম: আজ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেন করতে নেমে শতরানের মাধ্যমে ভারতীয় দলকে শুধু ভাল জায়গাতে নিয়ে যাওয়াই নয়, ব্যক্তিগত একাধিক নজিরও গড়লেন রোহিত শর্মা। পরপর দু’টি ম্যাচে শতরান করলেন রোহিত। চলতি বিশ্বকাপে তাঁর এটি চতুর্থ শতরান। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা কুমার সঙ্গাকারার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে চারটি শতরান করে ফেললেন রোহিত। ৫৪৪ রান করে তিনিই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী। সচিন তেন্ডুলকরের পর কোনও একটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যানও রোহিত। এছাড়া একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন রোহিত। তিনি একদিনের আন্তর্জাতিকে ২২৯টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিংহ ধোনি (২২৮টি ছক্কা)। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা ৩৬০। এক্ষেত্রেও দ্বিতীয় স্থানে আছেন ধোনি (৩৫৮টি ছক্কা)।