আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি রোহিত। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে তিনি প্যাভিলিয়নের দিকে রওনা দেন। ২২ বলে ১৮ রান করে আউট হন তিনি।
ম্যাচের একদিন পর ভারতীয় ওপেনার প্রকাশ্যে ওই আউট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ট্যুইটারে রোহিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁর ব্যাট ও প্যাডের মধ্যে ব্যবধান রয়েছে । যদিও রোহিত এই ছবি সম্পর্কে কোনও মন্তব্য করেননি। কিন্তু এই ছবি পোস্ট করে শাই হোপের গ্লাভসে যাওয়ার আগে বল তাঁর প্যাডে লাগে, এমনই ইঙ্গিত তিনি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অনেক প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় দলের সমর্থক তৃতীয় আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আম্পায়ার তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন।