পরে এই ঘটনা সম্পর্কে বিরাট করেছেন, ‘অনেক ভারতীয় সমর্থক থাকায় আমি চাইনি খারাপ উদাহরণ তৈরি হোক। আমার মনে হয়, উত্যক্ত করার মতো কিছু করেনি স্মিথ। ও শুধু ক্রিকেট খেলছে। ওর জন্য আমার খারাপ লেগেছে, কারণ আমি যদি ওর জায়গায় থাকতাম, আমার সঙ্গে যদি কিছু হত, সেটার জন্য ক্ষমা চেয়ে, সেটা স্বীকার করে নিয়ে যদি মাঠে ফিরতাম, তারপর আমাকে উত্যক্ত করা হলে আমারও খারাপ লাগত। সেই কারণেই দর্শকদের পক্ষ থেকে স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিই। আমি এর আগেও কয়েকটি ম্যাচে দেখেছি স্মিথের সঙ্গে এরকম আচরণ করা হয়েছে। এটা মানা যায় না।’
অতীতে একাধিকবার খেলার সময় স্মিথের সঙ্গে বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্মিথের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘ওর সঙ্গে কয়েকবার আমার তর্ক হয়েছিল। কিন্তু সেটা অনেকদিন আগের ঘটনা। ও মাঠে ফিরে এসেছে, পরিশ্রম করছে, ভাল খেলার চেষ্টা করছে। আইপিএল-এও আমি ওকে খেলতে দেখেছি। ওকে একটি ঘটনার জন্য সবসময় উত্যক্ত করা ঠিক নয়।’