ENG vs AFG: আফগানিস্তানের স্পিন ফাঁদে কুপোকাত ইংল্যান্ড, ৬৯ রানে জয় পেলেন রশিদরা

ICC World Cup 2023, ENG vs AFG Live Score: এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি। 

ABP Ananda Last Updated: 15 Oct 2023 09:38 PM
ENG vs AFG Live Score: বড় অঘটন

রশিদ খান তৃতীয় উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ইতি টানলেন। ২১৫ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড।

ENG vs AFG Live: রশিদকে আউট করলেন রশিদ

আদিল রশিদকে ২০ রানে আউট করলেন রশিদ খান। জয়ের দোরগোড়ায় আফগানিস্তান। ৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১৩/৯।

ENG vs AFG Live Score: লড়ছেন রশিদ-উড

৬৬ রানে থামল ব্রুকের ইনিংস। ১৬৯ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। কিন্তু আদিল রশিদ ও মার্ক উড থ্রি লায়ান্সদের হয়ে লড়াই চালাচ্ছেন। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৬/৮। আদিল ১৯ ও মার্ক উড ১৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ইংল্যান্ডকে ১২ ওভারে আরও ৮৯ রান করতে হবে।

ENG vs AFG Live: চাপে ইংল্যান্ড

একা লড়াই করছেন হ্যারি ব্রুক। তিনি ৬৩ রানে ব্যাট করছেন। তবে ৩১ ওভার শেষে মাত্র ১৫৪ রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপেই ইংল্যান্ড। ব্রুককে সঙ্গ দিচ্ছেন ক্রিস ওকস। তিনি চার রানে অপরাজিত রয়েছেন।

ENG vs AFG Live Score: ছন্দে ব্রুক

ছন্দে ব্রুক। ২২ বলে ২২ রানে ব্যাট করছেন তিনি। বাটলার চার রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮২/৩। গত ম্যাচে শতরান করা ডেভিড মালানকে ৩২ রানে ফেরান মহম্মদ নবি।

ENG vs AFG Live: চাপ বাড়ল ইংল্যান্ডের

ইংল্যান্ডকে বড় ধাক্কা দিলেন মুজিব উর রহমান। ইংল্যান্ডের তারকা ব্যাটারের উইকেট ছিটকে দেন আফগান স্পিনার। সপ্তম ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৩/২।

ENG vs AFG Live Score: প্রথম সাফল্য

ফজলহক ফারুখি নিজের প্রথম বলেই উইকেট নিলেন। দুই রানে জনি বেয়ারস্টো এলবিডব্লু হন। তিন রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯/১।

ENG vs AFG Live: ২৮৪ রানে অল আউট

এক বল বাকি থাকতে ২৮৪ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান দল। পাঁচ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন নবীন উল হক। 

ENG vs AFG Live: ২৮৪ রানে অল আউ

এক বল বাকি থাকতে ২৮৪ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান দল। পাঁচ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন নবীন উল হক। 

ENG vs AFG Live Score: অর্ধশতরানের পরেই আউট ইক্রাম

অর্ধশতরানের গণ্ডি পার করেই আউট ইক্রাম আলিখিল। ৬৬ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরলেন তিনি। তাঁকে আউট করলেন রিস টপলি। ৪৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২৭৭/৮।

ENG vs AFG Live: দু'শোর গণ্ডি পার

৩৮ ওভার শেষে দুইশো রানের গণ্ডি পার করে ফেলল আফগানিস্তান। ৪০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২১৬/৬। ইক্রাম ৩৩ ও রশিদ খান ১৭ রানে ব্যাট করছেন।

ENG vs AFG Live Score: পঞ্চম উইকেটের পতন

শাহিদিকে ১৪ রানে সাজঘরে ফেরালেন জো রুট। ১৭৪ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান। ৩৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৯০/৫। 

ENG vs AFG Live: ৩২ ওভার শেষে স্কোর ১৭২/৪

আফগানিস্তানের ইনিংস সামলাচ্ছেন হাসমাতুল্লাহ শাহিদি ও ইক্রাম আলিখিল। ৩২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৭২/৪।

ENG vs AFG Live Score: আউট গুরবাজ

৮০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রহমনউল্লাহ গুরবাজ। ৫৭ বলের ইনিংস খেলে রান আউট হলেন গুরবাজ।

ENG vs AFG Live: রহমত শাহ আউট

আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। রহমত শাহ মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন।

ENG vs AFG Live Score: আউট ইব্রাহিম

আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ২৮ রান করে আদিল রশিদের বলে আউট হলেন ইব্রাহিম জাদরান।

ENG vs AFG Live: ১৫ ওভারে আফগানরা ১০৬ তুলে নিল

মাত্র ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১০৬ রান তুলে নিল আফগানিস্তান।

ENG vs AFG Live Score: অর্ধশতরান গুরবাজের

অর্ধশতরান হাঁকালেন রহমনউল্লাহ গুরবাজ। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন এই আফগান উইকেট কিপার ব্যাটার। 

ENG vs AFG Live: ৮ ওভারে আফগানিস্তানের স্কোর ৫৫/০

টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিলেন ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার। ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান বোর্ডে তুলল ইংল্যান্ড।

প্রেক্ষাপট

ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) আজ ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে হারতে হয়েছিল জস বাটলারের দলকে। তবে এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি। 


কাদের ম্যাচ?


আজ ১৫ অক্টোবর, ইংল্য়ান্ড বনাম আফগানিস্তান ম্যাচ









খেলাটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে





কখন শুরু ম্যাচ?




খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে


অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?


ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.