লখনউ : বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ভূপতিত বিশ্বচ্যাম্পিয়নরা। মুখ থুবড়ে পড়েছে 'বাজবল'। ভারতের জয়ের অশ্বমেধের রথের চাকায় পিষে আপাতত বিশ্বযুদ্ধের মঞ্চে ৬ ম্যাচের ৫ টিতেই হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের সমীকরণের যাবতীয় অঙ্ক থেকে ছিটকে যেতে হয়েছে জো রুট-বেন স্টোকসের। আপাতত চিন্তা জস বাটলারদের ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা নিয়েই ! কারণ এই মুহূর্তে বিশ্বকাপের লিগ টেবিলে সবথেকে নিচে রয়েছে ব্রিটিশরা। 


বিশ্বকাপ ছাড়া আইসিসি-র (ICC) একদিনের ক্রিকেটের অন্যতম সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালে যা আয়োজিত হতে চলেছে পাকিস্তানে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নতুন নিয়মে ৮ দেশের যে প্রতিযোগিতায় একমাত্র মাপকাঠি হতে চলেছে বিশ্বকাপের লিগ তালিকা। যেখানে থাকতে হবে প্রথম সাতের মধ্যে। আয়োজক পাকিস্তান যেহেতু এমনিতেই সুযোগ পাবে, তাই ৮ দেশের প্রতিযোগিতার ছাড়পত্র জোগাড় করতে থাকতে হবে ৮ দেশের মধ্যে। 


বর্তমানে লিগ তালিকার দশ নম্বরে তথা সবার শেষে রয়েছে ইংল্যান্ড (England)। তাই ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ থেকে শুধু লজ্জার বিদায়ই নয়, দাঁড়িয়ে পরের আইসিসি-র প্রিমিয়াম প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে। আর তৈরি হওয়া ইংল্যান্ড ক্রিকেটের করুণ অবস্থা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ওয়াসিম জাফর (Wasim Jaffer)।


এক্স অ্যাকাউন্টে (পূর্বতন ট্যুইটার) মাইকেল ভনের সঙ্গে জাফরের বিভিন্ন ক্রিকেটীয় মজা এমনিতেই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। সোশাল মাধ্যমেই প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়ককে খোঁচা দিয়ে ওয়াসিম জাফরের কটাক্ষ, 'চিন্তা কোরো না, এখনও ইংল্যান্ডের সামনে প্রথম ৭ দেশের মধ্যে থেকে শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে নেওার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 


জাফরের যে বার্তার পর বিধ্বস্ত ভনের বার্তা, সেই পর্যায়টাও এখন এই মুহূর্তে অনেক দূরের মনে হচ্ছে। পাশাপাশি অন্য একটি পোস্টে মাইকেল ভন লিখেছেন, ভারতের কাছে কার্যত পর্যুদস্ত হতে হয়েছে। দুরন্ত বোলিং মেলে ধরেছে ওরা। ইংল্যান্ড দল এই মুহূর্তে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ৫০ ওভারের ম্যাচগুলিতে কীভাবে দল এগোবে, তা নিয়ে এবার নতুন করে ভাবনাচিন্তা করার সময় হাজির হয়েছে। যদিও ভুললে চলবে না, গত ৭ বছর ধরে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিল এই ক্রিকেটাররাই।           


আরও পড়ুন- ব্রিটিশ-বধ ভারতের, টানা ৬ ম্যাচে জিতে কার্যত সেমিফাইনালে রোহিতরা, খেলার দুনিয়ার সারাদিন