নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) আজ ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে খেলতে নেমে হারতে হয়েছিল জস বাটলারের (Jos Buttler) দলকে। তবে এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি। আজকের ম্যাচ দিয়ে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রশিদ খানরা।


কাদের ম্যাচ?


আজ ১৫ অক্টোবর, ইংল্য়ান্ড বনাম আফগানিস্তান ম্যাচ









খেলাটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে





কখন শুরু ম্যাচ?




খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে


অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?


ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের


প্রথম ম্যাচে ইংল্যান্ড হারলেও দ্বিতীয় ম্য়াচেই গতবারের চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথমে ব্য়াট করতে নেমে বাটলার বাহিনী সেই ম্যাচে জনি বেয়ারস্টো ও জো রুটের অর্ধশতরান ও ডেভিড মালানের সেঞ্চুরির সৌজন্যে ৩৬৪ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। জবাবে ব্য়াট করতে নেমে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগার বাহিনী। 


অন্যদিকে, ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ সালে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। তারা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। এরপর, ভারতীয় দলের বিরুদ্ধে তারা ৮ উইকেটে হেরেছিল। 


এবারের ওয়ান ডে বিশ্বকাপে, অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ থেকে বোলাররা কোনো সাহায্য পাবেন না। সুতরাং, এখানে ব্যাটাররা খুব সহজেই রান করতে পারবেন। চলতি ওডিআই বিশ্বকাপে এই মাঠে এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলা হয়েছে এবং উভয় ম্যাচেই আমরা ঝোড়ো ব্যাটিং দেখতে পেয়েছি। এখানে টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।


এই নিয়ে আটে আট। বিশ্বকাপের মঞ্চে আরও একবার পাক বধ করেছে ভারতীয় দল। গতকাল ব্যাটে-বলে রীতিমত আধিপত্য় দেখিয়ে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ৭ উইকেট ম্যাচ জিতে নেয় রোহিতের দল। গতকালের ম্যাচ হারের পর ফের একবার ট্রোলের শিকার হতে হল বাবর আজমের দলকে। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন পাক ক্রিকেট দলকে।