World Cup 2023: ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা

IND vs ENG: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ২ দল মুখোমুখি হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালিন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। তিনি বিশ্বকাপের স্কােয়াডে ছিলেন।

ABP Ananda Last Updated: 30 Sep 2023 03:51 PM
World Cup 2023 Live 2023: এশিয়ান গেমসে স্কোয়াশে সোনা ভারতের

স্কোয়াশে এশিয়ান গেমসে সোনা জয় ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।

World Cup 2023 Live: কখন শুরু হবে খেলা?

সন্ধে ৭.৩০টার মধ্যে ম্যাচ যদি শুরু করা সম্ভব না হয়, তবে হয় ম্যাচ বাতিল হয়ে যাবে। 

World Cup 2023 Live 2023: কমল বৃষ্টি

বৃষ্টি কমেছে বর্ষাপাড়া স্টেডিয়ামে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা।

World Cup 2023 Live: নির্ধারিত সময় শুরু হল না খেলা, শুরু বৃষ্টি

টস নির্ধারিত সময় হলেও বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হচ্ছে। 

প্রেক্ষাপট

গুয়াহাটি:  বিশ্বকাপে প্রস্তুতি পর্বে আজ নিজেদের প্রথম ওয়ার্ম আপ (Warm Up Match) ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে নামবে রোহিত বাহিনী। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে মূলপর্বের লড়াইয়ে নামার আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সামনে সুযোগ শেষ মুহূর্তের জন্য় নিজেদের ঝালিয়ে নেওয়ার। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়.ার বিরুদ্ধেও সিরিজ জিতে নিয়েছিল ভারত। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। এছাড়াও ইংল্য়ান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে ফর্ম্য়াটে রেকর্ড যথেষ্ট ভাল ভারতের। এখনও পর্যন্ত মোট ৫১টি ম্য়াচ খেলে ৩৩টি ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ পাঁচবারের সাক্ষাতে মােট ৩বার জয় পেয়েছে ভারত। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।


গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ২ দল মুখোমুখি হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালিন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। তিনি বিশ্বকাপের স্কােয়াডে ছিলেন। কিন্তু চোট পেয়ে ছিটকে যান বিশ্বকাপ থেকেও। তাঁর বদলে পরে রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়া হয়। তামিল অফস্পিনারের কাছেও এটাই শেষ বিশ্বকাপ। নিজের ১০০ শতাংশ দিতে চাইবেন অশ্বিন। এদিকে জস বাটলারের নেতৃত্বে এবার বিশ্বকাপে খেলতে নামবে ইংল্যান্ড। ২০২১৯ বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে বিশ্বজয় করেছিল অইন মর্গ্য়ানের নেতৃত্বাধীন ইংল্যান্ড শিবির। এবারও ভারতের পাশাপাশি ইংল্যান্ডকে ট্রফি জয়ের অন্য়তম দাবিদার মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। বিশ্বকাপের আগে বেন স্টোকস ইংল্যান্ড শিবিরে ফিরেছেন। যা টুর্নামেন্টে দলের ভারসাম্য বাড়াবে নিঃসন্দেহে। এদিকে বিশ্বকাপের ওপর হয়ত ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিতে পারেন জস বাটলার। তিনি টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখতে চান। সেক্ষেত্রে এই বিশ্বকাপে ভাল কিছু করার তাগিদ থাকবে বাটলারের ওপরও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.