আমদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) ইতিহাসে এখনও পর্যন্ত পাকিস্তান (IND vs PAK) শিবির ভারতের বিরুদ্ধে কোনও ম্যাচেই জিততে পারেনি। ১৯৯২ সাল থেকে শুরু হয়েছিল এই লড়াই। এরপর থেকে একমাত্র ২০০৭ বিশ্বকাপ বাদ দিয়ে প্রতিটি বিশ্বকাপেই  মুখোমুখি হয়েছে ২ দল। আর প্রত্যেকবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত (Indian Cricket Team)। চলতি বিশ্বকাপে আজ ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে। 


বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণ। যে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। লক্ষাধিক আসন বিশিষ্ট আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের সমস্ত টিকিট নিঃশেষ। কানায় কানায় উপচে পড়া গ্যালারির সামনে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ... বিশ্বকাপটাকেই কি বাঁচিয়ে দিয়ে যাবে? কোটি টাকার প্রশ্ন।


টিকিট নিয়ে হাহাকার। ম্যাচের আগের দিনও সকলের মুখে প্রশ্ন, একটা টিকিট হবে? রাজনীতিবিদ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রিকেট প্রশাসক, অভিনেতা, শিল্পী - কে নেই সেই তালিকায়।


ভারতের সামনে লক্ষ্য ৮-০ করার। পাকিস্তান মরিয়া ৭-১ করতে। ওয়ান ডে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেকবার হেরেছে। টানা ৭ বার। এবার কি ৮-০? বিশ্বকাপে কোনও এক দেশকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ড পাকিস্তানের দখলে। শ্রীলঙ্কাকে ৮ বার হারিয়েছে তারা। সেই রেকর্ডে কি ভাগ বসাবে টিম ইন্ডিয়া?


লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে দুই দলই জিতেছে চারটি করে। একটি করে হেরেছে। ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন যশপ্রীত বুমরা। অনেকে ভেবেছিলেন, তিনিই হয়তো সাংবাদিক বৈঠক করবেন শুক্রবার। কিন্তু তিনি আসেননি। বুমরা গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। আর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, শুভমন গিল ৯৯ শতাংশ সুস্থ। তিনি খেলতে পারেন। না পারলে রয়েছেন ঈশান কিষাণ। যিনি গতমাসে পাল্লেকেলেতে এই পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন।


ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ/শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ


পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আব্দুল্লাহ শাফিক, ইমাম উক হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলি/মহম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ