লখনউ : চলতি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে কি ঘটবে অসাধ্যসাধন ? স্বপ্নের উড়ানে ভর করে কি শেষ পর্যন্ত শেষ চারে জায়গা পাকা করতে পারবে আফগানিস্তান ? সেই স্বপ্ন ফের একবার উসকে দিল তাঁরা। বিশ্বকাপের গ্রুপপর্বের শেষে প্রথম চার দেশের মধ্যে তাঁরা থাকতে পারুক বা নাই পারুক, বিশ্ব ক্রিকেটে আফগান শিবির যে নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্টিত করে ফেলেছে, তার প্রমাণ রাখছে এবারের ক্রিকেটের বিশ্বযুদ্ধের মঞ্চ।


প্রথমে ইংল্যান্ড, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কারর পর এবার নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে তাঁদের সপ্তম ম্যাচে এই নিয়ে চার নম্বর জয় পেল আফগানিস্তান (Afghanistan)। শুধু জয়ের রাস্তা ধরে হাঁটাই নয়, পয়েন্টের বিচারে আফগানরা টেক্কা দিল পাকিস্তানকেও। আপাতত ৭ ম্যাচের শেষে পাক শিবিরের ঝুলিতে ৬ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচের শেষে আফগানিস্তানের ৮ পয়েন্ট। রান রেটের বিচারে খানিকটা পিছিয়ে থাকলেও, পয়েন্টের বিচারে পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে পৌঁছে গেলেন রশিদ খান (Rashid Khan)-হাসমাতুল্লা শাহিদিরা। 


উল্লেখযোগ্য বিষয়, এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আফগানদের উপরে থাকা অন্য দুই দলেরও পয়েন্ট ৮। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৩ নম্বরে। আর ৭ ম্যাচে ঝুলিতে ৮ পয়েন্ট হলেও রান রেটের বিচারে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল (৪ নভেম্বর) কিউয়িদের পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। শনিবারই বিশ্বকাপের অপর ম্যাচে খেলতে নামবে অস্ট্রেলিয়াও। তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই আগামীকালের রাতের পর বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কারা হতে পারে, সেই চিত্রটা আরও পরিষ্কার হবে।


প্রসঙ্গত, শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে দুরমুশ করে চলতি বিশ্বকাপে সাত ম্যাচের সাতটিতেই জিতে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। মেন ইন ব্লু-র ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। তাঁদেরও শেষ চারে যাওয়া প্রায় পাকা। বাকি দুই স্থানের জন্য লড়াইয়ে মূলত চারটি দেশ।


অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে সেই দৌড়ে আফগানিস্তানও। বিশ্বকাপ শুরুর আগে কতজন ভাবতে পেরেছিলেন তিন প্রাক্তন ক্রিকেটীয় বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেওয়ার পর এবার নেদারল্যান্ডসকেও হারিয়ে প্রবলভাবে সেমিফাইনালে দৌড়ে ঢুকে পড়বে আফগানিস্তান। শেষ পর্যন্ত অসাধ্যসাধন হবে কি ? অপেক্ষা আর কয়েক ম্যাচের। 


আরও পড়ুন- রবিবার সামনে দক্ষিণ আফ্রিকা, শুক্রবারই কলকাতায় পৌঁছলেন রোহিত, বিরাটরা