নয়াদিল্লি: সদ্য বিশ্বকাপ জেতা ভারতীয় কবাডি দলের প্রত্যেক সদস্যকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছে ক্রীড়া মন্ত্রক। আজ অনুপ কুমারের নেতৃত্বাধীন দলের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তিনি বলেছেন, ‘সব খেলোয়াড় ১০ লক্ষ টাকা করে পাবেন। কোচরাও পুরস্কার পাবেন। আমাদের এই খেলা যাতে অলিম্পিকে স্থান পায়, তার জন্যও উদ্যোগ নেওয়া হবে। শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি সহ অন্যান্য খেলাগুলিকেও গুরুত্ব দেওয়া হবে।’
এখন থেকেই পরের তিনটি অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, খুদে প্রতিভাবান অ্যাথলিটদের চিহ্নিত করার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে বাচ্চাদের জীবনপঞ্জী ও খেলার ভিডিও আপলোড করার অনুরোধ জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। স্থানীয় সাই কর্তৃপক্ষই ঠিক করবে কোন শিশুদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়া হবে।
বিশ্বকাপ জয়ী কবাডি দলের সদস্যদের ১০ লক্ষ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2016 08:58 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -