কানপুর: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হয়েছিল সেই ভারত ও নিউজিল্যান্ড (Ind vs NZ)। যে ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি হল। অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। এই ম্যাচের পর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক।
সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।
যাবতীয় প্রতিকূলতা সামলে নিউজিল্যান্ডকে ১৬৫/৯ স্কোরে পৌঁছে দেন আজাজ ও রচিন। ভারতের বিরুদ্ধে প্রবল চাপের মুখেও টেস্ট ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। সেই সঙ্গে দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা টেস্ট দল। কেনই বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট রয়েছে তাদের দখলে।
এদিকে, ম্যাচের শেষে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের নতুন কোচ, কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, কেন অন্যদের চেয়ে আলাদা। কানপুরের গ্রিন পার্কে স্পোর্টিং পিচ তৈরি করার জন্য মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা পুরস্কার হিসাবে দিলেন তিনি।
ম্যাচের পরে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল, “সরকারিভাবে একটা বিষয় জানানো হচ্ছে, রাহুল দ্রাবিড় মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা দান করেছেন।” নিজের কেরিয়ারে বিতর্ককে সর্বদা এড়িয়ে চলেছেন। নিজস্ব এক ঘরানা তৈরি করেছিলেন। কোচ হয়েও তিনি সেই পথেই চলছেন দ্রাবিড়।