মুম্বই: আইপিএলে (IPL) বারবার তীরে এসে তরী ডুবেছে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে তারকাখচিত দল গড়েও ট্রফি অধরাই থেকেছে। বিরাট কোহলিদের সেই ভাগ্যই যেন উইমেন্স প্রিমিয়ার লিগেও (WPL) তাড়া করে বেড়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। টানা চার ম্যাচে হারলেন স্মৃতি মান্ধানারা।


সবচেয়ে বড় কথা, শুক্রবার আরসিবিকে ১০ উইকেটে দুরমুশ করল ইউপি ওয়ারিয়র্স। মাত্র ১৩ ওভারে ১৩৯ রান তাড়া করে দিল উত্তরপ্রদেশ। যে রান তাড়া করায় নেতৃত্ব দিলেন এলিসা হিলি। ৪৭ বলে অপরাজিত ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। অপর ওপেনার দেবিকা বৈদ্য ৩১ বলে ৩৬ রানে অপরাজিত রইলেন। হিলির ইনিংসে ১৮টি চার ও একটি ছক্কা। ৭ বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েও রানের গতিতে লাগাম পরাতে পারেনি আরসিবি।


উইমেন্স প্রিমিয়ার লিগে শুক্রবারের ম্যাচে প্রথমার্ধে এলিস পেরির (Ellyse Perry) দাপট। শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলেছিল। তার মধ্যে পেরি ৩৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।


টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে রান পাননি তিনি। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে ফেরেন। ২৯ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। সেখান থেকে খেলা ধরে নেন সোফি ডিভাইন ও পেরি। সোফি ২৪ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। ৩৯ বলে ৫২ রান করেন পেরি। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।


তবে আরসিবি ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামে। লোয়ার মিডল অর্ডারের কেউই রান পাননি। বাংলার রিচা ঘোষ আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে রান আউট হয়ে যান। ইউপি ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে সোফি একেলস্টোন ১৩ রানে ৪ উইকেট নেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অল আউট হয়ে যায় আরসিবি।


অনায়াসে যে রান তাড়া করে দিল ইউপি ওয়ারিয়র্স। হিলিই ম্যাচের সেরা হয়েছেন। টানা চার ম্যাচে পরাজয়ের পর আরসিবি-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। বলাবলি শুরু হয়ে গিয়েছে যে, ট্রফি ভাগ্য যেন পুরুষ ও মহিলা, দুই ক্রিকেটেই সঙ্গ দিচ্ছে না বেঙ্গালুরুর দলকে।



আরও পড়ুন: শুরু থেকেই কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে থাকবেন রাসেল-নারাইন, শাকিবদের নিয়ে প্রশ্ন