WPL Auction 2024 Live: সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভী, অ্যানাবেল, সমাপ্ত হল উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম
WPL Player Auction 2024 Live Updates: উইমেন্স প্রিমিয়ার লিগে গতবারের তিন দল, চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রানার্স দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স বেশিরভাগ ক্রিকেটারই ধরে রেখেছে।
নিলামে সর্বোচ্চ দাম দুই কোটি টাকায় বিক্রি হলেন দুই ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড ও কাশভী গৌতম। অ্যানাবেলকে দিল্লি ক্যাপিটালস ও কাশভীকে গুজরাত জায়ান্টস দলে নেয়।
১০ লক্ষ টাকায় তারান্নুম পাঠানকে সই করাল গুজরাত জায়ান্টস। তিনিই নিলামে বিক্রি হওয়া শেষ খেলোয়াড়।
অজি তারকা সোফি মলিনিউকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে সই করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বাংলা ক্রিকেট দলের গৌহর সুলতানাকে ৩০ লক্ষ টাকায় দলে নিল ইউপি ওয়ারিয়ার্স। ঊমা ছেত্রী, কোমলপ্রীত কৌর অবিক্রিতই রইলেন।
মূল নিলাম পর্বে অবিক্রিত ছিলেন। অ্যাকশেলারেশন রাউন্ডেও ডিয়েন্দ্রা ডটিন এবং চামারি আট্টাপাট্টুর নাম পর্যন্ত রাখা হল না।
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে যুক্তরাষ্ট্রের তারা নরিস এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সারা ফেলে দিয়েছিলেন। তবে এ বার নিলামে তাঁকে কেউ দলেই নিল না।
টি-টোয়েন্টি বরাবরই অলরাউন্ডারদের গুরুত্ব একটু বেশিই। কাশভী গৌতমকে নিয়ে দর কষাকষিতে তা আরও একবার প্রমাণিত হল। মাত্র ১০ লাখ বেস প্রাইসের কাশভী দুই কোটি টাকায় গুজরাত জায়ান্টসে যোগ দিলেন তিনি। তাঁকে নিয়ে গুজরাত ও ইউপির মধ্যে প্রবল দর কষাকষি হয়।
স্বপ্নের ডিল। আনক্যাপড ব্যাটারদের তালিকা থেকে সবথেকে চমকপ্রদ দামে বিক্রি হলেন বৃন্দা দীনেশ। আরসিবি, গুজরাত জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়ার্সের মধ্যে তীব্র দর কষাকষির পর, তাঁর বেস প্রাইসের ১৩ গুণ, ১.৩ কোটি টাকায় বিক্রি হলেন বৃন্দা। তিনি ইউপি ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন।
নিলামের প্রথম দফায় দল পেলেন না ২ তারকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিন ও শ্রীলঙ্কার চামিরা আট্টাপাত্তু।
এখনও পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি টাকা দরে দিল্লি ক্য়াপিটালসে গেলেন অ্যানাবেলা সাদারল্যান্ড।
নিলামে প্রথম সেটের পর অবিক্রিত থেকে গেলেন ভারতের ভেদা কৃষ্ণমূর্তি ও পুণম রাউত।
৩০ লক্ষ টাকা বেস প্রাইসেই ইউপি ওয়ারিয়র্সে গেলেন ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার ড্যানি ওয়েট।
মোট ১০৪ জন ভারতীয় প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হবে আসন্ন নিলাম পর্ব থেকে।
মোট ১৬৫ জন প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে আজকের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম।
পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন।
প্রেক্ষাপট
পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন। যার মধ্যে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) রয়েছে ৬ বিদেশি ক্রিকেটার নেওয়ার মতো জায়গা। সব মিলিয়ে নিলামের আগে অঙ্ক কষতে ব্যস্ত পাঁচ দল। চলছে চূড়ান্ত মুহূর্তের হিসেবনিকেশ।
উইমেন্স প্রিমিয়ার লিগে গতবারের তিন দল - চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রানার আপ দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স বেশিরভাগ ক্রিকেটারই ধরে রেখেছে। মুম্বই ও ইউপি ১৩ জন করে ক্রিকেটার ও দিল্লি ১৫ জন ক্রিকেটার ধরে রেখেছে। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে কাদের জন্য ঝাঁপাবে পাঁচ দল?
চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন। সেঞ্চুরি করে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ান ডে সিরিজ জয়ের কারিগর। একটি ম্যাচে ১৭১ তাড়া করতে নেমে ৮৩ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে করেছিলেন ৮০ বলে অপরাজিত ১৪০ রান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও ৪৭ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও ছিলেন আগুনে ফর্মে। সিরিজে ব্যাটে মোট ১১৪ রান ও বল হাতে পাঁচ উইকেট শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছিল।
নিলামে আতাপাত্তুর ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা।
ড্যানি ওয়াট (ইংল্যান্ড)
বিধ্বংসী ওপেনার। মাঝের ওভারে স্পিন বোলিং খেলায় দড়। ভারতের মাটিতে সফল। ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদ্য ৪৭ বলে ৭৫ রান করেছেন। যে ইনিংস ইংল্যান্ডের ১-০ এগিয়ে যাওয়া নিশ্চিত করে দিয়েছে। ভারতের মাটিতে ১৯টি টি-টোয়েন্টি ইনিংসে ৫৪৮ রান রয়েছে ওয়াটের। স্ট্রাইক রেট ১৩৫-এর কাছাকাছি। কেরিয়ারের সেরা ১২৪ রানের ইনিংসও রয়েছে ভারতের মাটিতেই। ২০২৩ সালে মহিলাদের হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে সেরা ক্রিকেটার। ৩৮ বলে ৫৯ রান করেছিলেন। ৯ ম্যাচে করেছিলেন ২৯৫ রান। ১৪১ স্ট্রাইক রেট। নিলামে ওয়াটের ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা।
অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
মহিলাদের বিগ ব্যাশ লিগে দুরন্ত ছন্দে ছিলেন। সিডনি সিক্সার্সের বিরুদ্ধে মেলবোর্ন স্টার্সের জয়ের কারিগর। ২২ বলে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ২৭ রানে ৪ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৮৮ রান আর ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৭ রান করে। সাদারল্যান্ডকে নিয়ে আগ্রহী হতে পারে আরসিবি, ইউপি ওয়ারিয়র্সের মতো একাধিক দল। নিলামে তাঁর ন্যূনতম দর রাখা হয়েছে ৪০ লক্ষ টাকা।
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
আগুনে গতি, নিয়মিত উইকেট তোলার দক্ষতা। প্রোটিয়া পেসারের জন্য ঝাঁপাতে পারে একাধিক দল। নিলামে পেসারদের তালিকায় সবচেয়ে বড় নাম। গত মরশুমে খেলেছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে। ১ কোটি টাকায় তাঁকে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। তবে নিলামের আগে তাঁকে রিটেন করেনি দল। ডব্লিউপিএলে হতাশাজনক পারফরম্যান্স করলেও হান্ড্রেড টুর্নামেন্টে সফল। ওয়েলশ ফায়ারের হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়েছিলেন। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চার উইকেট নিয়েছিলেন গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়র্সের হয়ে। মহিলাদের বিগ ব্যাশ লিগে ৬.২২ ইকনমি রেটে ১৩ উইকেট নেন। নিলামে তাঁর ন্যূনতম দর ৪০ লক্ষ টাকা।
দেবিকা বৈদ্য (ভারত)
গত ডব্লিউপিএলে ১ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল ইউপি ওয়ারিয়রর্স। কিন্তু তাঁকে রিটেন করা হয়নি। এবার উঠছেন নিলামের টেবিলে। বাঁহাতি ব্যাটার, লেগস্পিনার। দুরন্ত ফিল্ডার। সব মিলিয়ে অলরাউন্ডার দেবিকা যে কোনও দলের সম্পদ হতে পারেন। ভারতীয় দলে ব্যাট করার সেরকম সুযোগই পান না। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ও এশিয়ান গেমসে বল হাতে সফল। এশিয়ান গেমসে ভারতের মহিলা দলের সোনা জয়ের অন্যতম কারিগর ছিলেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে জাতীয় দলে জায়গা পাননি। নিলামে তাঁর ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা। আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিতে ঝাঁপাতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -