নয়াদিল্লি:  অলিম্পিক্স ট্রায়ালে সুশীল-নরসিংহ যাদব চাপান উতোরের পর এবার কমনওয়েলথ গেমসের ট্রায়াল নিয়ে সুশীল কুমার-প্রবীণ রানা দড়ি টানাটানি। যা নিয়ে তুমুল উত্তেজনা। রীতিমত হাতাহাতি মারামারি দু’পক্ষের মধ্যে। কমনওয়েলথ গেমসের ট্রায়ালে এদিন কুস্তিগীর সুশীল কুমার বনাম প্রবীণ রানার ম্যাচ ছিল। ট্রায়ালে প্রবীণকে হারান সুশীল। ম্যাচ চলাকালীন সুশীলের সমর্থকদের অভিযোগ, প্রবীণের হয়ে পক্ষপাতিত্ব করছেন রেফারি। ম্যাচ শেষের পর তা ঘিরে শুরু হয় উত্তেজনা। তুমুল মারধর দু’পক্ষের। প্রবীণের ভাই নবীন রানাকে সুশীলের সমর্থকেরা মারধর করেন বলে অভিযোগ প্রবীণের সমর্থকদের। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে।
প্রথম দিনের ট্রায়ালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ সিংহ শরনও।



এই ঘটনার নিন্দা করেছেন সুশীল। তিনি বলেছেন, খেলায় এ ধরনের ঘটনার কোনও জায়গা নেই।