নয়াদিল্লি: দীর্ঘ সময় ধরেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhusan Singh) বিরুদ্ধে আন্দোলন (Wrestlers Protest) চালাচ্ছেন ভারতীয় কুস্তিগীররা। প্রতিনিয়তই সেই আন্দোলনে নতুন নতুন মোড় আসছে। এবার সম্ভবত ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা মামলা খারিজ হতে চলেছে।


ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করা সাত মহিলাদের মধ্যে এক নাবালিকা যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিলেন। এর দৌলতেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু দিন দশেক আগেই শোনা যাচ্ছিল সেই নাবালিকা নিজের বয়ান বদলে ফেলেছেন। তারপর ব্রিজভূষণের ওপর থেকে পকসো আইনে রুজু করা মামলা তুলে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছিল। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। দিল্লি পুলিশ (Delhi Poilce) পকসো আইনের অধীনে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনও প্রমাণ পায়নি বলেই জানায়। পিটিআই সূত্র অনুযায়ী পটিয়ালা কোর্টে সেই কারণেই পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা মামলা বাতিল করার পরামর্শ দিয়েছে। 


 






 


এর আগে দু'দফায়, একবার পুলিশের সামনে ও একবার ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ানে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিল সেই নাবালিকা। সেই ভিত্তিতেই কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু ১৭ বছর বয়সি নাবালিকা বর্তমানে নিজের বয়ান বদলে নিয়েছে। সে ১৬৪ ধারার অধীনে এক নতুুন বয়ান দিয়েছে যেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলে নেওয়া হয়েছ। এবার কোর্টের তরফে নির্ধারিত করা হবে ১৬৪ ধারায় রুজু কোন মামলাকে অধিক প্রাধান্য দেওয়া হবে।


এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশিষ্ট আইনজীবি রেবেকা জন বলেন, 'আমি একেবারেই অবাক নই। এইসব ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে, অভিযোগকারীদের উপর বাড়তি চাপ তৈরি করার চেষ্টা করা হয়েই থাকে। এই ধরনের ঘটনাগুলি খুবই হতাশাজনক। মহিলারা এমন ক্ষেত্রে কিন্তু নিজেদের জীবন, জীবিকা, কেরিয়ার বাজি রেখেই অভিযোগটা জানান।'


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?