দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিনকয়েক আগেই শেষ হয়েছে। ভারতকে হারিয়ে টেস্টের বেস্ট হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এবার সেই ফাইনাল শেষের পর আইসিসি টেস্টের নতুন ব়্যাঙ্কিংও (ICC Test Rankings) প্রকাশ দিল। ফাইনালে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেলেন ট্র্যাভিস হেড (Travid Head), অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)। 


ব়্যাঙ্কিংয়ে উন্নতি


১৮ মাস জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রাহানে। আর নিজের প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সে নজর কাড়েন অভিজ্ঞ ব্যাটার রাহানে। প্রথম ইনিংসে রাহানে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসেও ৪৬ রান করেছিলেন তিনি। এর সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন রাহানে। অপরদিকে, ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল ঠাকুর। এই অর্ধশতরানের সুবাদে ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসান শার্দুল।


ব্যাটারদের তালিকায় তিনিও প্রথম ১০০ জনের মধ্যে রয়েছেন। তিনি আপাতত ব্যাটারদের তালিকায় ৯৪ নম্বরে। ভারতীয় দলের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে রয়েছেন। অপরদিকে, গাড়ি দুর্ঘটনার জেরে ঋষভ পন্থ এখনও ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছেন। ফাইনালে আগ্রসী শতরান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন ট্র্যাভিস হেড। তিনি এক লাফে তালিকায় তিন নম্বরে উঠে এলেন। আরেক শতরানকারী স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে রয়েছেন দুইয়ে।


ফাইনালে মার্নাস লাবুশেন রান না পেলেও তিনি শীর্ষে নিজের দখল বজায় রেখেছেন। ১৯৮৪ সালের ওয়েস্ট ইন্ডজের পর এই প্রথম এক দলের তিন ব্য়াটার শীর্ষে জায়গা করে নিল। তবে ফাইনালে না খেললেও বোলারদের তালিকায় শীর্ষে কিন্তু রয়লেন রবিচন্দ্রন অশ্বিনই। অলরাউন্ডারদের তালিকায় তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। সেই তালিকার শীর্ষে আপাতত রবীন্দ্র জাডেজাই। 


তরুণদের সুযোগ


সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) স্বপ্নভঙ্গ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে ফাইনালে পরাজিত হয় ভারত। টিম ইন্ডিয়া এরপর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে। সেই সিরিজে ভারতীয় দলে বদলের ডাক দিয়েছেন অনেক বিশেষজ্ঞই। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিংহও (Harbhajan Singh) বদলে বিশ্বাসী।


হরভজন আসন্ন ক্যারিবিয়ান সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি নির্বাচকদের উদ্দেশে বলেন, 'সিনিয়ররা যথেষ্ট ক্রিকেট খেলেছে, এবার ওদের একটু বিশ্রাম দেওয়া হোক। আমি ওদের (নির্বাচকদের) অনুরোধ করব যে আর দেরি না করতে। ওয়েস্ট ইন্ডিজে একটা তরুণ দল পাঠানো হোক। আমি অক্ষর পটেলকে অলরাউন্ডার হিসাবে দলে দেখতে চাই। আর দুই স্পিনার হিসাবে (রবি) বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া হোক। আকাশ মাধওয়াল আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় ওরও সুযোগ পাওয়া উচিত।'


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?