নয়াদিল্লি: কুস্তিতে মি-টু অভিযোগে উত্তাল গোটা দেশ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI chief)। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে যন্তর মন্তরে একজোটে আওয়াজ তুলছেন বিশ্ব চ্যাম্পিয়ন থেকে অলিম্পিয়ানরা। তাতেও তেমন কোনও হেলদোল নেই ব্রিজভূষণের।কুস্তি সংস্থার সভাপতির পদ তো ছাড়লেনই না, উল্টে তাঁর দাবি তিনি রাজনীতির শিকার। এবার কুস্তিগীরদের অভিযোগ খতিয়ে দেখতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফে সাত সদস্যের এক কমিটি গঠন করা হল।


সাত সদস্যের কমিটি


ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে চিঠি দিয়েছিলেন ভিনেশ ফোগতরা। সেই অভিযোগের ভিত্তিতেই গঠিত হল কমিটি। সাত সদস্যের কমিটিতে রয়েছেন বাংলার অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, মেরি কম, অলকানন্দা অশোক, লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী যোগেশ্বর দত্ত, ভারতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি সহদেব যাদব ও দু'জন আইনজীবী। ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে শুক্রবারই এই কমিটি গঠনের কথা জানানো হয়।


সহদেব যাদব জানান এই কমিটি ব্রিজভূষণ এবং বেশ কয়েকজনের কোচের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করবে এবং সকলের অভিযোগও মন দিয়ে শুনবে। তিনি বলেন, 'আমরা সকলের কথা শুন এবং তার ভিত্তিতেই তদন্ত করে নিজেদের সিদ্ধান্ত জানাব।' অভিযুক্ত ব্রিজভূষণের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ৯৭ শতাংশ কুস্তিগিরই ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে রয়েছে। চাপের মুখে তাঁদের কেউ কেউ বিক্ষোভে অংশ নিতে বাধ্য হয়েছেন কেউ কেউ।


তারকাদের বক্তব্য


তারকা কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া এই বিক্ষোভের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমরা চাই ব্রিজভূষণ শরণ সিংহ যাতে সামনে এগিয়ে আসেন। আমরা নিজেদের কেরিয়ারের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। এই লড়াইটা তরুণ কুস্তিগীরদের জন্য। ওরাই তো আমাদের কুস্তির ভবিষ্যৎ।' এদিন কুস্তিগিরদের বিক্ষোভস্থলে যান বক্সার বিজেন্দ্র সিংও। প্রাক্তন অলিম্পিয়ান বলেন, 'আমি চাই এই কুস্তিগীররা যেন সুবিচার পান। এতজনের অভিযোগ করেছেন, চাই ভাল করে এই বিষয়ে তদন্ত হোক।'


কেন্দ্রীয় সরকার অলিম্পিয়ান তথা কুস্তিগীর ববিতা ফোগতকে মধ্যস্থতার দায়িত্ব দিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। ববিতা এখন বিজেপি নেত্রীও। কিন্তু তাঁর কথাতেও পিছপা হননি বিক্ষুব্ধ পালোয়ানরা। তাঁদের দাবি, প্রশাসন কোনও দায়িত্ব না নিলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাঁচ-ছয়জন মহিলা কুস্তিগীরের কাছে অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করা হয়।


আরও পড়ুন: কারা যেন বলেছিল রোনাল্ডো শেষ! পর্তুগিজ মহাতারকার পাশে দাঁড়িয়ে আগ্রাসী বার্তা কোহলির