নয়াদিল্লি: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নজির ভারতের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই টুর্নামেন্টে রুপো জিতলেন আনশু মালিক। ৫৭ কেজি বিভাগে কুস্তিতে রুপো জয় এই তরুণীর। নরওয়ের ওসলোয় এই মুহূর্তে চলছে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানেই নজির গড়লেন আনশু। এর আগে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন ১৯ বছরের এই কুস্তিগীর। ৫৭ কেজি বিভাগে বর্তমান জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সোলোমিয়া ভিঙ্ককে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। 

 

টোকিও অলিম্পিক্সে আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোনও পদক ঝুলিতে আসেনি। কিন্তু বর্তমানে আনশুই এশিয়ান চ্যাম্পিয়ন। ফাইনালে উঠলেও সেখানে আনশুর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয় আনশুকে। ২০১৬  রিও অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন মারৌলিসের বিরুদ্ধে খেলা ছিল এই ভারতীয় কুস্তিগীরের। সেখানেই হার মানতে হয় তাঁকে।

 

টোকিও অলিম্পিক্সে ভাল পারফর্ম করতে পারেননি আনশু। কুস্তির প্রথম রাউন্ডেই হেরে যান আনশু। তবে কুস্তির নিয়ম অনুযায়ী, কোনও কুস্তিগীর যে প্রতিপক্ষের কাছে হারেন, তিনি ফাইনালে পৌঁছলে রেপেশাঁ রাউন্ড খেলার সুযোগ পান পরাজিতরা। সেই রেপেশাঁ রাউন্ডে জিতলে ব্রোঞ্জ জিততেন আনশু। সেই নিয়মেই ব্রোঞ্জ জয়ের সুযোগ পেতেন আনশু। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করতে হয়, কারণ বেলারুশের যেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হয় আনশুকে, তিনিও হেরে যান। 

 

টোকিও অলিম্পিক্সে কুস্তিতে রবি দাহিয়া ও বজরঙ পুনিয়া পদক জিতেছিলেন। রুপো জিতেছিলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় রবিকে। অন্যদিকে বজরঙ পুনিয়া ব্রোঞ্জ জেতেন। টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জেতে ভারত।