WTC 2021 Live: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

World Test Championship Final 2021, Ind vs NZ: ভারত ও নিউজ়িল্যান্ড - পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jun 2021 11:08 PM
WTC 2021 Live: ৮ উইকেটে হার ভারতের

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। 

World Test Championship Final Live: কেন উইলিয়ামসনের অর্ধশতরান

অধিনায়কোচিত অর্ধশতরান কেন উইলিয়ামসনের। তাঁর এই ইনিংসের সুবাদেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পথে নিউজিল্যান্ড।

WTC 2021 Live: হারের সামনে ভারত

কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি ভাঙতে পারল না ভারতীয় দল। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে জয়ের একদম কাছে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। 

World Test Championship Final Live: ১০০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর

১০০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর। জয়ের জন্য দরকার আর মাত্র ৩৯ রান। 

WTC 2021 Live: হারের মুখে ভারত

জয়ের জন্য় নিউজিল্যান্ডের দরকার আর মাত্র ৪৩ রান। এখনও খেলা হবে ১৬ ওভার। ফলে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো অত্যন্ত কঠিন। 

World Test Championship Final Live: জয়ের পথে নিউজিল্যান্ড

ক্রমশঃ জয়ের দিকে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। অশ্বিনের জোড়া উইকেটের পর এখনও পর্যন্ত আর কোনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা। 

WTC 2021 Live: ৫০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে গেল নিউজিল্যান্ডের স্কোর। জয়ের জন্য় আর দরকার ৮৭ রান। 

World Test Championship Final Live: ক্রিজে কেন উইলিয়ামসন-রস টেলর

ডেভন কনওয়ে ফিরে যাওয়ার পর এখন ক্রিজে কেন উইলিয়ামসন ও রস টেলর। 

WTC 2021 Live: কনওয়েকে ফেরালেন অশ্বিন

টম ল্যাথামের পর এবার ডেভন কনওয়েকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৪ রানে ২ উইকেট হারাল নিউজিল্যান্ড।

World Test Championship Final Live: ক্রিজে উইলিয়ামসন-কনওয়ে

এখন ক্রিজে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। 

WTC 2021 Live: প্রথম উইকেট পেল ভারত

দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট তুলে নিল ভারত। টম ল্যাথামকে (৯) ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন।

World Test Championship Final Live: রান বাড়াচ্ছে নিউজিল্যান্ড

দ্বিতীয় ইনিংসে এখনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা। রান বাড়িয়ে চলেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।

WTC 2021 Live: জয়ের জন্য় নিউজিল্যান্ডের চাই ১২০ রান

আজ আর ৪৫ ওভার খেলা বাকি। জয়ের জন্য় নিউজিল্যান্ডের দরকার ১২০ রান। 

World Test Championship Final Live: ৮ ওভারে নিউজিল্যান্ড ১৯/০

চা পানের বিরতিতে ৮ ওভারে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৯। ডেভন কনওয়ে ৯ ও টম ল্যাথাম ৫ রানে অপরাজিত।

WTC 2021 Live: ৫৩ ওভারে নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং করতে নেমেছেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। জয়ের জন্য় ৫৩ ওভারে নিউজিল্যান্ডকে করতে হবে ১৩৯ রান।

World Test Championship Final Live: নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯

আজ আরও ৫৩ ওভার খেলা হবে। জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ১৩৯ রান।

WTC 2021 Live: ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১৭০ রানে

১৭০ রানেই শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। লিড ১৩৮ রানের।

WTC 2021 Live: ৯ উইকেট হারাল ভারত

১৩ রান করে আউট মহম্মদ শামি. ৯ উইকেট হারাল ভারত। এখন লিড ১৩৮ রানের।

World Test Championship Final Live: ৭ রান করে আউট অশ্বিন

৭ রান করেই আউট হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ৮ উইকেট হারাল ভারত।

WTC 2021 Live: ক্রিজে অশ্বিন-শামি

পন্থ ফিরে যাওয়ার পর ক্রিজে অশ্বিনের সঙ্গে মহম্মদ শামি।

World Test Championship Final Live: ৭ উইকেট হারাল ভারত

৪১ রান করে আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। ৭ উইকেট হারাল ভারত।

WTC 2021 Live: ক্রিজে পন্থ-অশ্বিন

জাডেজা ফিরে যাওয়ার পর ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন। এই দুই ব্যাটসম্যানের উপরেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করছে। 

World Test Championship Final Live: ৬ উইকেট হারাল ভারত

১৬ রান করে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। ভারতের ষষ্ঠ উইকেটের পতন। 

WTC 2021 Live: ভারতের লিড একশোর বেশি
মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয়েছে খেলা। সাবলীলভাবে ব্যাটিং করে চলেছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ভারতের লিড ১০০ পেরিয়ে গিয়েছে।
World Test Championship Final Live: লাঞ্চে ৯৮ রানে এগিয়ে ভারত

ষষ্ঠ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ৯৮ রানে এগিয়ে ভারতীয় দল। হাতে ৫ উইকেট। ক্রিজে ঋষভ পন্থ (২৮) ও রবীন্দ্র জাডেজা (১২)। 

WTC 2021 Live: পন্থের সঙ্গে ক্রিজে জাডেজা

অজিঙ্কা রাহানে ফিরে যাওয়ার পর ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে রবীন্দ্র জাডেজা।

World Test Championship Final Live: ১৫ রান করে আউট রাহানে

১৫ রান করেই আউট হয়ে গেলেন অজিঙ্কা রাহানে। ১০৯ রানে ৫ উইকেট হারাল ভারত।

WTC 2021 Live: দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১০০ পেরিয়ে গেল

অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থের লড়াইয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১০০ পেরিয়ে গেল। এই জুটিই এখন ভারতের ভরসা।

World Test Championship Final Live: ভারতের লিড ৫০ পেরিয়ে গেল

দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৫০ রান পেরিয়ে গেল। আজ ম্যাচ বাঁচানোর জন্য আরও রান দরকার ভারতের।

WTC 2021 Live: জোড়া উইকেট জেমিয়েসনের

আজ বিরাট ও পূজারা, ভারতের দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিয়েসন।

World Test Championship Final Live: ক্রিজে রাহানে-পন্থ

বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ফিরে যাওয়ার পর এখন ক্রিজে অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ।

WTC 2021 Live: ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের

ষষ্ঠ দিনের শুরুতেই অধিনায়ক বিরাট কোহলির পর ফিরে গেলেন গতকালের অপর এক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি ১৫ রান করেন। ৪ উইকেট হারিয়ে এখন ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের।

World Test Championship Final Live: পূজারার সঙ্গে ক্রিজে রাহানে

বিরাট কোহলি ফিরে যাওয়ার পর চেতেশ্বর পূজারার সঙ্গে ক্রিজে অজিঙ্কা রাহানে। 

WTC 2021 Live: ষষ্ঠ দিনের শুরুতেই আউট বিরাট

ষষ্ঠ দিনের শুরুতেই ১৩ রান করে ফিরে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৩ উইকেট হারাল ভারত। এখন লিড ৩৯ রানের।

World Test Championship Final Live: ভারতের লিড ৩৯ রানের

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে এখন নিউজিল্যান্ডের চেয়ে ৩৯ রানে এগিয়ে ভারত। 

WTC 2021 Live: ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট-পূজারা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ষষ্ঠ দিনের শুরুতে ভারতের হয়ে ব্যাটিং করছেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। তাঁদের উপর ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।

World Test Championship Final Live: শুরু ষষ্ঠ দিনের খেলা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ষষ্ঠ দিনের খেলা শুরু। 

WTC Final Live: পঞ্চম দিনের খেলার শেষে ভারতের স্কোর ৬৪/২

পঞ্চম দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৬৪ রান। নিউজ়িল্যান্ডের চেয়ে ৩২ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১২) ও বিরাট কোহলি (৮)।

WTC Final Live: সাউদির বলে ফিরলেন রোহিত

টিম সাউদির বলে ৩০ রান করে ফিরলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ৫১/২।

WTC Final Live: ভারতের স্কোর ৪৫/১

ভারতের স্কোর ৪৫/১। ক্রিজে রোহিত শর্মা ২৮ রানে অপরাজিত। সঙ্গে ৮ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা।

WTC Final Live: সাউদির বলে ফিরলেন শুভমন

৮ রান করে টিম সাউদির বলে আউট হলেন শুভমন গিল। ভারতের স্কোর ২৪/১।

WTC Final Live: বিনা উইকেটে ১১ রান তুলল ভারত

৬ ওভারের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ১১/০।

WTC Final Live: ভারতের চেয়ে ৩২ রানের লিড নিল নিউজ়িল্যান্ড

২৪৯ রানে অল আউট নিউজ়িল্যান্ড। ভারতের চেয়ে ৩২ রানের লিড নিল কিউয়িরা। টিম সাউদিকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। ৪ উইকেট মহম্মদ শামির।

WTC Final Live: উইলিয়ামসনকে ফেরালেন ইশান্ত

১৭৭ বলে ৪৯ রান করে ফিরলেন কেন উইলিয়ামসন। ইশান্ত শর্মার বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। নিউজ়িল্যান্ডের স্কোর ২২১/৮।

WTC Final Live: ভারতের স্কোর পেরিয়ে গেল নিউজ়িল্যান্ড

সাত উইকেটে হারিয়ে ২২০ রান তুলে ফেলল নিউজ়িল্যান্ড। ভারতের স্কোর পেরিয়ে গেল তারা।

WTC Final Live: সাউদির ক্যাচ ফেললেন ইশান্ত

ব্যক্তিগত ৮ রানে থাকা টিম সাউদির কট অ্যান্ড বোল্ড সুযোগ নষ্ট করলেন ইশান্ত শর্মা। নিউজিল্যান্ড ২১২/৭।

WTC Final Live: শামির বলে আউট জেমিসন

শামিকে ছক্কা মারার পরের বলেই ডিপ স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন কাইল জেমিসন। ১৬ বলে ঝোড়ো ২১ রান করে গেলেন তিনি। নিউজিল্যান্ডের স্কোর ১৯২/৭।

WTC Final Live: উইলিয়ামসনের বিরুদ্ধে জোরাল আবেদন নাকচ

শামির বলে কেন উইলিয়ামসনের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের জোরাল আবেদন ভারতের। আম্পায়ার নাকচ করায় নেওয়া হল ডিআরএস। তবে রিভিউয়ে দেখা গেল, বল অফস্টাম্পের সামান্য বাইরে পড়েছে। নট আউটই থাকলেন কেন। নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৯/৬।

WTC Final Live: উইলিয়ামসনের বিরুদ্ধে জোরাল আবেদন নাকচ

শামির বলে কেন উইলিয়ামসনের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের জোরাল আবেদন ভারতের। আম্পায়ার নাকচ করায় নেওয়া হল ডিআরএস। তবে রিভিউয়ে দেখা গেল, বল অফস্টাম্পের সামান্য বাইরে পড়েছে। নট আউটই থাকলেন কেন। নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৯/৬।

WTC Final Live: শামি ফেরালেন গ্র্যান্ডহোমকে

মহম্মদ শামির বলে আউট কলিন ডি'গ্র্যান্ডহোম। ৩০ বলে ১৩ রান করে ফিরলেন তিনি। নিউজ়িল্যান্ডের স্কোর ১৬২/৬।

WTC Final Live: নিউজ়িল্যান্ডের স্কোর ১৪৬/৫

৭৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪৬/৫।

WTC Final Live: দিনের প্রথম সেশনে ২৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারাল নিউজ়িল্যান্ড

চতুর্থ দিন পাল্টা আঘাত ভারতীয় বোলারদের। প্রথম সেশনে ২৩ ওভারে মাত্র ৩৪ রান খরচ করে নিউজ়িল্যান্ডের ৩ উইকেট তুলে নিলেন ভারতীয় পেসাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে কিউয়িদের স্কোর ৫ উইকেটে ১৩৫ রান।

WTC Final Live: শামির বলে ফিরলেন ওয়াটলিং

শামির বল বি জে ওয়াটলিংয়ের ব্যাটের কানা ছুঁয়ে ভেঙে দিল স্টাম্প। মাত্র ১ রান করে ফিরলেন তিনি। নিউজ়িল্যান্ডের স্কোর ১৩৫/৫।

WTC Final Live: কিউয়ি ইনিংসে ধাক্কা ইশান্তের

ইশান্ত শর্মা ফেরালেন হেনরি নিকোলসকে (৭)। নিউজ়িল্যান্ডের স্কোর ১৩৫/৪।

WTC Final Live: শামি ফেরালেন টেলরকে

মহম্মদ শামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রস টেলর (১১)। নিউজ়িল্যান্ডের স্কোর ১২৮/৩।

WTC Final Live: নিউজ়িল্যান্ডের স্কোর ১০৬/২

বৃষ্টির জন্য ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনের খেলাও দেরিতে শুরু হল। বৃষ্টিতে গোটা দুদিনের খেলা নষ্ট হওয়ায় রিজার্ভ ডে-তে পুরো খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের স্কোর ১০৬/২। ক্রিজে কেন উইলিয়ামসন (১৩) ও রস টেলর (২)।

WTC Final Live: বৃষ্টিতে পণ্ড চতুর্থ দিনের খেলা

বৃষ্টির জন্য ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।

WTC Final Live: ফের বৃষ্টি, শুরু হল না চতুর্থ দিনের খেলা

সাউদাম্পটনে বৃষ্টি। ফের বিঘ্ন ভারত বনাম নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সোমবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির জন্য ম্য়াচ শুরু করা গেল না। ভারতের ২১৭ রানের জবাবে নিউজ়িল্যান্ডের স্কোর ১০১/২।

WTC Final Live: কনওয়েকে ফেরালেন ইশান্ত

ইশান্ত শর্মা ফেরালেন ডেভিড কনওয়েকে (৫৪ রান)। তৃতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০১ রান।

WTC Final Live: হাফসেঞ্চুরি কনওয়ের, ভাল জায়গায় নিউজ়িল্যান্ড

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে সুবিধাজনক জায়গায় নিউজ়িল্যান্ড। ভারতের ২১৭ রানের জবাবে এক উইকেট হারিয়ে নিউজ়িল্যান্ডের স্কোর ১০১। হাফসেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন ডেভিড কনওয়ে। ১২ রান করে রয়েছেন কেন  উইলিয়ামসন। অশ্বিনের বলে ৩০ রান করে ফিরেছেন টম ল্যাথাম।

WTC Final Live: বিনা উইকেটে ৬০ রান তুলেছে নিউজ়িল্যান্ড

বিনা উইকেটে ৬০ রান তুলেছে নিউজ়িল্যান্ড। ৩০ ওভার বল করেও কোনও উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলাররা।

WTC Final Live: চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ৩৬/০

চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৬ রান।

WTC Final Live: নিউজ়িল্যান্ডের স্কোর ২৮/০

১৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৮ রান।

WTC Final Live: ভাল শুরু নিউজ়িল্যান্ডের

ভাল শুরু নিউজ়িল্যান্ডের ওপেনারদের। বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলেছে কিউয়িরা।

WTC Final Live: জেমিসনের দাপটে ২১৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

পরপর দু'বলে  ইশান্ত ও যশপ্রীত বুমরাকে ফেরালেন জেমিসন। ট্রেন্ট বোল্টের বলে ১৫ রানের মাথায় ফিরলেন রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হয়ে গেল ভারত। জেমিসনের পাঁচ উইকেট।

WTC Final Live: লাঞ্চের পর ফিরলেন ইশান্ত, ভারত ২১৩/৮

কাইল জেমিসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ইশান্ত শর্মা (৪ রান)। ভারতের স্কোর ২১৩/৮।

WTC Final Live: টেস্টে বিরাটের এক দশক পূর্ণ

টেস্ট ক্রিকেটে আজ এক দশক পূর্ণ করলেন বিরাট কোহলি। ২০১১ সালে আজকের দিনে অর্থাৎ ২০ জুন টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের।

WTC 2021 Final LIVE: ৭ উইকেটে ২১১ রান ভারতের

দুশো সম্পূর্ণ করল ভারত। তবে টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফিরলেন আর অশ্বিন। করলেন ২৭ বলে ২২ রান। ভারতের স্কোর ২১১/৭।

WTC Final Live: ৪৯ রানে ফিরলেন রাহানে

নিল ওয়াগনারের বাউন্সারে পুল করতে গিয়ে স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন অজিঙ্ক রাহানে। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। ৪৯ রান করলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। ভারতের স্কোর ১৮২/৬।

WTC 2021 Final LIVE: জেমিসনের বলে আউট পন্থ

ফের ভারতের ঘাতক হয়ে হাজির হলেন কাইল জেমিসন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলা পেসারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ পন্থ (২২ বলে ৪ রান)। ভারতের স্কোর ১৫৬/৫।

WTC 2021 Final Update: জেমিসনের বলে এলবিডব্লিউ বিরাট

কাইল জেমিসনের চকিতে ভেতরের দিকে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে গেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ৪৪ রানের মাথায়। ভারতের স্কোর ১৪৯/৪।

WTC 2021 Final Update: রাতের বৃষ্টিতে মাঠ ভিজে, ৩০ মিনিট দেরিতে খেলা শুরু বিরাটদের

সাউদাম্পটনে বৃষ্টি কাঁটা পুরোপুরি পিছু ছাড়ল না ভারতীয় দলের। মাঠ ভিজে থাকায় রবিবার ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু করা গেল না। আধ ঘণ্টা দেরিতে, ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় শুরু হওয়ার কথা ম্যাচ।

World Test Championship Live Updates: আবার বন্ধ খেলা

শুরু হলেও ফের খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল খেলা। ৬৪.৪ ওভারে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১৪৬। বিরাট ৪৪ ও রাহানে ২৯ রানে অপরাজিত।

WTC 2021 Live: ফের শুরু হল খেলা

খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হল খেলা। 

World Test Championship Live Updates: খারাপ আলোর জন্য বন্ধ খেলা

গতকাল বৃষ্টির জন্য সারাদিন একটি বলও হয়নি। আজ খেলা শুরু হলেও, মাঝপথেই খারাপ আলোর জন্য ফের বন্ধ হয়ে গেল খেলা। ৫৮.৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩৪। ক্রিজে বিরাট (৪০) ও রাহানে (২২)।

WTC 2021 Live: চা পানের বিরতিতে ভারতের স্কোর ১২০/৩

চা পানের বিরতির সময় ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১২০। বিরাট ৩৫ ও রাহানে ১৩ রানে অপরাজিত।

World Test Championship Live Updates: চলছে দ্বিতীয় সেশনের খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ দ্বিতীয় সেশনের খেলা চলছে। ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট ও রাহানে।

WTC 2021 Live: ১০০ পেরিয়ে গেল ভারতের স্কোর

৩ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল ভারতের স্কোর। ক্রিজে বিরাট ও রাহানে। 

World Test Championship Live Updates: বিরাটের সঙ্গে ক্রিজে রাহানে

চেতেশ্বর পূজারা ফিরে যাওয়ার পর ক্রিজে অজিঙ্কা রাহানে। তাঁর সঙ্গে বিরাটের জুটির উপর ভারতের প্রথম ইনিংসের স্কোর অনেকটাই নির্ভর করছে।

WTC 2021 Live: তৃতীয় উইকেট হারাল ভারত

মাত্র ৮ রান করেই আউট হয়ে গেলেন চেতেশ্বর পূজারা। তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল। 

World Test Championship Live Updates: মন্থর গতিতে ব্যাটিং পূজারা-বিরাটের

ভারতীয় দল জোড়া উইকেট হারানোর পর মন্থর গতিতে ব্যাটিং করছেন অধিনায়ক বিরাট কোহলি ও তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা। 

WTC 2021 Live: লাঞ্চের পর শুরু খেলা

মধ্যাহ্নভোজের বিরতির পর ফের শুরু হল খেলা।

World Test Championship Live Updates: লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ৬৯

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৬৯। আউট হয়ে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি (৬) ও চেতেশ্বর পূজারা (০)।

WTC 2021 Live: দ্বিতীয় উইকেট হারাল ভারত

২৮ রান করে আউট শুভমান গিল। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। 

World Test Championship Live Updates: প্রথম উইকেট হারাল ভারত

৩৪ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। কাইল জেমিয়েসনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ৬২ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল। তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছেন চেতেশ্বর পূজারা।

WTC 2021 Live: ভারতের রান ৫০ পার

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে এখনও পর্যন্ত ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে কোনও সমস্যাতেই পড়তে হয়নি। তাঁরা সাবলীলভাবে ব্যাটিং করে চলেছেন। ভারতের রান বিনা উইকেটে ৫০ পেরিয়ে গিয়েছে।

World Test Championship Live Updates: ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭/০

১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে । ক্রিজে রোহিত (২১) ও শুভমান (১৫)। 

WTC 2021 Live: ৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২

৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২। রোহিত শর্মা (৭) ও শুভমান গিল (৪) রানে অপরাজিত।

World Test Championship Live Updates: প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ৩/০

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩। ক্রিজে রোহিত শর্মা (৩) ও শুভমান গিল (০)।

WTC 2021 Live: নিউজিল্যান্ডের প্রথম একাদশ

টম ল্যাথাম, দেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং, কলিন ডে গ্র্যান্ডহোম, কাইল জেমিয়েসন, নিল ওয়াগনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

World Test Championship Live Updates: ভারতের প্রথম একাদশ

ভারতীয় দল-রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

WTC 2021 Live Updates: প্রথম দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টি ও ভেজা মাঠের জন্য ভারত বনাম নিউজ়িল্যান্ডের টেস্ট ফাইনাল ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।

WTC 2021 Live Updates: বৃষ্টি থামলেও মাঠ ভিজে, এখনও শুরু করা গেল না ম্যাচ

বৃষ্টি থামলেও মাঠ ভিজে, এখনও শুরু করা গেল না ভারত বনাম নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা।

WTC 2021 Live Updates: ভনের বিতর্কিত ট্যুইট

বৃষ্টির জন্য ভারত বনাম নিউজ়িল্যান্ড ফাইনালের প্রথম সেশনের খেলা পণ্ড। এরই মধ্যে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ট্যুইট করলেন, 'আমার মনে হয় আবহাওয়া ভারতকে বাঁচিয়ে দিল।' সঙ্গে একটি চোখ টেপার ইমোজি পোস্ট করেন তিনি। ভনের ট্যুইট নিয়ে তুমুল বিতর্ক বেঁধে গিয়েছে।

WTC 2021 Live Updates: সাউদাম্পটনে বৃষ্টি চলছে

সাউদাম্পটনে এখনও চলছে বৃষ্টি। আম্পায়ার ও ম্যাচ রেফারিরা আগেই জানিয়ে দিয়েছেন যে, মধ্যাহ্নভোজের বিরতির আগের খেলা পণ্ড।

WTC 2021 Live Updates: বৃষ্টির জন্য প্রথম সেশনের খেলা পণ্ড

বৃষ্টির পূর্বাভাস ছিলই। শুক্রবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম সেশনের ভেস্তে গেল সাউদাম্পটনে অবিরাম বর্ষণে।

প্রেক্ষাপট

সাউদাম্পটন: রোজ বোলে ইতিহাসের হাতছানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজ়িল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ। প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজ়িল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছিল।


তবে ফাইনালে থাবা বসিয়েছে বৃষ্টি। যে কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় দিন খেলা শুরু হলেও বৃষ্টি ও কম আলোর জন্য মাত্র ৬৪.৪ ওভার খেলা হয়। তৃতীয় দিনও বৃষ্টিতে বন্ধ হয়েছে ম্যাচ। আর চতুর্থ দিন বৃষ্টির জন্য ম্যাচ শুরুই করা যায়নি। ভারতীয় দল প্রথম ব্যাটিং করে ২১৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল ১০১/২। মঙ্গলবার, ম্যাচের পঞ্চম দিনও বাধ সেধেছে বৃষ্টি। তবে আপাতত খেলা শুরু হয়েছে। ম্যাচে ফয়সালা হয় কি না, সেটাই এখন দেখার।


বিশ্ব টেস্ট ক্রিকেটের মহারণে নামার আগে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পায়নি। দলের প্রথম একাদশে অভিজ্ঞদের বেছে নেওয়ার এটাও একটা কারণ। অন্যদিকে, সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে অনুশীলনের দিক থেকে ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে। 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত দুই টেস্টের সিরিজ খেলেছিল গত বছরের শুরুর দিকে। ওই সিরিজে ভারতকে ২-০ হারতে হয়েছিল। ওই সিরিজে ব্ল্যাক ক্যাপসদের বোলিং অ্যাটাকের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলোচনা চলেছে যে, নিউজ়িল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। কিন্তু সুনীল গাওস্কর ও মন্টি পানেসরের মতো বিশেষজ্ঞরা মনে করছেন, সাউদাম্পটনে এখন গরম পড়েছে। ফলে এখানকার পিচে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার মতো ভারতীয় স্পিনার সাহায্য পেতে পারেন।
তবে আর একটা বিষয় উল্লেখ না করলেই নয়। নিউজ়িল্যান্ডের বোলাররা বল সুইং করাতে সিদ্ধহস্ত। আর ডিউক বলে তাঁদের কাজটা সহজ হতে পারে। ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অনেক সময়ই নিউজ়িল্যান্ডের সুইং বোলারদের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। পিচ  কিউরেটর সাইমন লি বলেছেন, তিনি চান পিচে পেস ও বাউন্স যেন থাকে। 
ভারত ও নিউজ়িল্যান্ড - পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.