লন্ডন: তাঁর প্রত্যাবর্তন তরুণ ক্রিকেটারদের কাছে উদাহরণ হতে পারে। আদর্শ হতে পারে। একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়ে যান। প্রশ্ন তোলা হয় তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে। এমনকী, তিনি নাকি খুচরো রান নিতে পারছেন না, এমন সমালোচনাও হয়েছিল।


তবে আইপিএলে (IPL) দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে গর্জে উঠেছিল তাঁর ব্যাট। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির হাতে পঞ্চম আইপিএল খেতাব তুলে দিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল তাঁর ব্যাট।


তারপরই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাহানে। বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুম্বইয়ের তারকা।


বুধবার জন্মদিন রাহানের। ৩৫ পূর্ণ করলেন ডানহাতি ব্যাটার। আর তাঁর জন্মদিন ঘিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া।


 






রাহানের জন্মদিন পালনে খোশমেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট দল থেকে সোশ্যাল মিডিয়ায় রাহানের বার্থ ডে সেলিব্রেশনের ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, রাহানের জন্য বিশেষ কেক আনানো হয়েছে। সেই কেক কাটেন রাহানে। খাইয়ে দেন সতীর্থদের। রাহানের মুখে কেক তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেটারদের মধ্যে হয় খুনসুটিও। ঈশান কিষাণ-চেতেশ্বর পূজারা-রা মিলে কেক মাখিয়ে দেন রাহানেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে চেনাই দায়, আদপে তিনি কে!


বুধবার থেকে ওভালে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। যে ম্য়াচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।


অনেকেই মনে করছেন, এই ম্যাচে হিসেব-নিকেশ বদলে দিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁর দুরন্ত রেকর্ড।


কেন অস্ট্রেলিয়াকে সামনে পেলেই তাঁর সেরাটা বেরিয়ে আসে, স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন কোহলি। ভারতের সামনে ফের অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই দল। তার আগে কোহলি বলেছেন, 'অস্ট্রেলিয়া ভীষণ কঠিন প্রতিপক্ষ। ওদের সামান্যতম জায়গা দিলেই তা কাজে লাগাবে। ওদের দক্ষতাও দুর্দান্ত। যে কারণে ওদের বিরুদ্ধে ম্যাচ থাকলেই আমি বাড়তি তাগিদ অনুভব করি। নিজের খেলাটাকে পরের পর্বে তুলে নিয়ে যাই। অস্ট্রেলিয়াকে হারাতে হলে নিজের খেলার উন্নতি করতে হয়ই।'


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ১৯৭৯ রান। ৪৮.২৬ গড়ে। অজিদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির। সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস।



আরও পড়ুন: ওভালের পিচে কীসের জুজু? শামিদের সতর্কবার্তা আক্রমের