ওভাল: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৭৩ রান তুলল অস্ট্রেলিয়া। বল হাতে উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। শূন্য রানে ফিরলেন উসমান খাওয়াজা। অন্যদিকে ক্রিজে সেট হয়েও ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার।
ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। অজি ওপেনার জুটি উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার নেমেছিলেন ইনিংসের গোড়াপত্তন করতে। বাঁহাতি অজি ওপেনার খাওয়াজা গোটা টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন। কিন্তু এদিন সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন খাতা খোলার আগেই। বোর্ডে ২ রান তুলতেই অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায়। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান খাওয়াজা। এরপর লাবুশেনকে নিয়ে ওয়ার্নার দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন।
ওয়ার্নারের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নিজের জায়গা দলে পাকা করার জন্য। এদিন শুরুটাও দুর্দান্ত করেছিলেন। উমেশ যাদবকে এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। অর্ধশতরানের থেকে সাত রান দূরে থেমে যান অভিজ্ঞ অজি ওপেনার। ৪৩ রান করে ফেরেন ওয়ার্নার। শার্দুল ঠাকুরের লেগ স্ট্যাম্পের বাইরে বল ওয়াইড লেংথে বল পুল মারতে গিয়ে খোঁচা লাগিয়ে দেন। উইকেট কিপার ভরত তাঁর ডানদিকে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নেন।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন মাঠে খেলতে নামলেন ২ দলের ক্রিকেটাররাই হাতে কাল আর্মব্যান্ড পরে। কিছুদিন আগেই ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেই ট্রেন দুর্ঘটনায় প্রায় হারিয়েছেন ২৮৮ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহত হাজারের বেশি। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সঙ্গীতের আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, অজি ক্রিকেটাররাও কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামেন।
ম্যাচের অনেক আগে থেকেই জল্পনা চলছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বোলিং কম্বিনেশন কী হবে তা নিয়ে। এক স্পিনার খেলানো হলে আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কাকে সুযোগ দেবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা, তা নিয়েও চর্চা চলছিল।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে চেয়েছিলেন, অশ্বিনকেই খেলানো হোক ম্যাচে। শেষ পর্যন্ত অশ্বিনকে বাদ দিয়ে নামল ভারত। এক স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।