লন্ডন: ট্র্যাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথও (Steve Smith)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) দ্বিতীয় দিনের প্রথম সেশনটা অবশ্য ভারতের (Ind vs Aus) ভাল গেল। ৯৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৪২২/৭।
প্রথম দিন ৮৫ ওভার খেলা হয়েছিল। ৩২২/৩ তুলে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৭৬/৩ হয়ে যাওয়ার পরেও দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ। বুধবার স্মিথ ৯৫ ও হেড ১৪৬ রানে অপরাজিত ছিলেন। প্রশ্নের মুখে পড়েছিল ভারতের দল নির্বাচন। কেন অস্ট্রেলিয়ার প্রথম সাতজন ব্যাটারের মধ্যে চারজন বাঁহাতি থাকা সত্ত্বেও অফস্পিনার আর অশ্বিনকে না খেলিয়ে একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজাকে খেলানো হল, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
যদিও বৃহস্পতিবার পাল্টা লড়াই চালালেন ভারতীয় বোলাররা। শুরুটা ভাল করেছিলেন স্মিথ ও হেড। ২২৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন স্মিথ। টেস্টে তাঁর ৩১তম সেঞ্চুরি। স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম স্টিভের। তাঁর চেয়ে একটি সেঞ্চুরি কম স্মিথের। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরই হয়তো স্টিভকে পেরিয়ে যাবেন স্মিথ।
স্যর ডন ব্র্যাডম্যানের একটি কীর্তিরও সামনে দাঁড়িয়ে স্মিথ। ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। স্মিথের ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি হয়ে গেল।
দেড়শো রান সম্পূর্ণ করেন হেডও। তবে মহম্মদ সিরাজের শর্ট বলে কট বিহাইন্ড হয়ে যান হেড। ১৬৩ রান করে। মহম্মদ শামির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ক্যামেরন গ্রিন (৬)। শার্দুল তুলে নেন স্মিথকে (১২১)। ৫ রান করে মিচেল স্টার্ক রান আউট হয়ে গিয়েছেন। এখন ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি (২২ ব্যাটিং) ও প্যাট কামিন্স (২ ব্যাটিং)।
আরও পড়ুন: ৪৩ বছরের ট্রফির খরা কাটল, ইউরোপা কনফারেন্স লিগ জিতল ওয়েস্ট হ্যাম